আমাদের সম্পর্কে

চেক ফ্যাক্ট মূলত তথ্য অনুসন্ধান ও গবেষণাধর্মী একটি উদ্যোগ। নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ২০২২ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে চেক ফ্যাক্ট। বিভিন্ন বিভ্রান্তিকর, সন্দেহজনক এবং অসত্য তথ্য যাচাই-বাছাই, অনুসন্ধান ও বিশ্লেষণ প্রক্রিয়া শেষে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরাই চেক ফ্যাক্ট- এর প্রধান কাজ। চেক ফ্যাক্ট সম্পূর্ণভাবে রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ তথ্য যাচাইয়ের মাধ্যম।

চেক ফ্যাক্ট মূলত একটি ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মধ্যমে তথ্য যাচাইয়ের ফলাফল সবার কাছে পৌছে দেয়। ফেসবুক গ্রুপে ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি এবং প্রশ্ন সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। তাছাড়া ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবেও চেক ফ্যাক্ট- এর উপস্থিতি আছে, যেখানে তথ্য যাচাইয়ের ফলাফলগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয়।

চেক ফ্যাক্ট-এর প্রতিবেদনগুলো ৩টি প্রধান ক্যাটাগরিতে সমন্বয় করা হয়। সেগুলো হচ্ছে-

'ফ্যাক্ট ফাইল', 'ফাস্ট চেক' ও 'জানেন কি'?

ফ্যাক্ট ফাইল এর প্রতিবেদনগুলো তথ্য প্রযুক্তি, চিকিৎসা ও স্বাস্থ্য, ঐতিহাসিক, অন্যান্য এই চার সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।

এছাড়া কোন ভুল/মিথ্যা/বিভ্রান্তিকর সংবাদ ভাইরাল হলে তাৎক্ষণিক গুজব প্রতিরোধে আমরা পোস্টারসহ যে সত্য সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করি তা ফাস্ট চেক এর অধীনে থাকে। অন্যদিকে চলমান ইস্যুসহ নলেজ শেয়ারিং এর মতো কোন অজানা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা ‘জানেন কি’ ক্যাটাগরিতে যুক্ত থাকে।

চেক ফ্যাক্ট মিডিয়া কমিউনিকেশন কোম্পানি “মিডিয়া ফ্যাক্ট” এর একটি প্রকল্প যা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর অধীনে নিবন্ধিত (নিবন্ধন নংঃ P-49760/2022) একটি প্রতিষ্ঠান। “মিডিয়া ফ্যাক্ট” একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এর সদর দফতর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। মিডিয়া ফ্যাক্টের মূল লক্ষ্যগুলো হচ্ছে –

১। যেকোনো মিডিয়ায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সনাক্ত করা এবং সংশোধন ও যাচাই করে সঠিক তথ্য প্রস্তত ও বিভিন্ন মিডিয়ায় প্রচার।

২। মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুতকরণ

৩। গণমাধ্যমকর্মী ও জনসাধারনের জন্য সাংবাদিকতা ও যাচাই সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা।

৪। যেকোনো বিষয়ের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রকল্প, কর্মসূচি, পরিকল্পনা গ্রহণ।

৫। নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য প্রচারে গণমাধ্যম তৈরি করা।

৬। ভুল, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রয়োজনীয় সফটওয়্যার ও প্লাটফর্ম তৈরি করা।

About Us

Check Fact basically is an information seeking & research initiative. Check Fact started its journey on March, 2022 through launching its own website and Facebook page. The main responsibility of Check Fact is to present the real truth to the public after the verification, investigation, and analysis of various misleading, suspicious, and false information that spread around. Check Fact is an impartial fact checking medium completely free from political and religious influence.

Check Fact mainly distributes fact-checking results through a website, Facebook page, and Facebook group. Internet users can discuss various information verification claims and questions among themselves in Facebook groups. Moreover, we also have a presence on the video sharing platform YouTube, where fact-checking results are published in videos. Check Fact's reports are basically organized into 3 main categories. These are- 'Fact File', 'Fast Check' and “Do you know?” Fact file reports are divided into four subcategories: Information Technology, Medical & Health, Historical and Others. Besides, if any wrong/false/misleading news goes viral, the true news that we present to the public through social media with posters is published under fast check category. On the other hand, a detailed explanation of an unknown topic such as ‘knowledge sharing’ and ‘ongoing issues’ is included in the ‘Do you know?’ category.

Check Fact is a project of media communication company ‘Media Fact’ an organization registered under the Register of Joint Stock Companies and Firms (Registration No. P- 49760/2022). ‘Media Fact’ is a for-profit organization headquartered in Dhaka, Bangladesh.

The main objectives of Media Fact are:

1. Identifying false or misleading information in any media and correcting and verifying accurate information and disseminating it in various media.

2. Preparing multimedia contents.

3. Organizing training and workshops on journalism for media workers and general public.

4. Adoption of projects, programs, plans to prevent misleading information on any subject.

5. Creating mass media to disseminate reliable and accurate information.

6. Developing necessary software and platforms to prevent misleading information.

The organizational structure of the Check Fact -