ঐতিহাসিক

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কোনো নেতা-কর্মী পুলিশের গুলিতে মারা যাননি

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৩ ১১:১৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, 'তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রনি, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে।' উক্ত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত ২০ নভেম্বর 'ধানের শীষে ভোট দিন' নামের একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তি রক্তাক্ত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন

"""""""""""""""""" ”"""""""""""""""" """"""""""""""""""

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রনি পুলিশের গুলিতে নিহত।"

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানেএখানে   এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

সম্প্রতি পুলিশের গুলিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কোনো নেতা আসলেই মারা গিয়েছে কিনা তা জানতে অনুসন্ধানে গত ২০ নভেম্বর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান বিপ্লবের ফেসবুক  অ্যাকাউন্টে আলোচিত রক্তাক্ত ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

বিপ্লব তার পোস্টে বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, "মো: রবিন খান" ভাই সুস্থ স্বাভাবিক আছেন, আলহামদুলিল্লাহ। তার আহত হওয়ার যে ছবিটি দিয়ে ফেইজবুকে পোস্ট দেয়া হচ্ছে সেটা আগের ছবি। কেউ বিভ্রান্ত হবেন না, এবং ভুল তথ্য প্রচার করে কেউ ফেইজবুকে পোস্ট দিয়ে আমাদের কে বিভ্রান্ত করবেন না।"

এছাড়া প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা Abdullah Jamal Chowdhury Aditya এর ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ছবির ব্যক্তি রবিন খান সম্পর্কে একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

পোস্টে রবিন খানে তার ভিডিও কথোকপথের একটি ছবি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, "ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন ভাই সুস্থ। হেসে ভিডিও কল এ কথা বললাম মাত্র। বিভ্রান্তি ছড়াবেন না।"

পরবর্তীতে এই বিষয়ে আরো অনুসন্ধানে আলোচিত ছবির ব্যক্তি রবিন খানের ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। আলোচিত দাবির বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে রবিন খান বলেন, "আমাকে নিয়ে যারা এই ধরনের বিভ্রান্ত পোস্ট করতেছেন তারা দয়া করে এসব থেকে বিরত থাকুন স্বাভাবিক আছি আমার সাথে এই ধরনের কোন ঘটনা ঘটেনি এটা গত বছরের ঘটনা দয়া করে সবাই ডিলিট করুন এবং আমি ভালো আছি।"

এছাড়া, ২২ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে আলোচিত রক্তাক্ত ছবির ব্যক্তি ছাত্রদল নেতা রবিন খান সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন।

অর্থাৎ, ফেসবুকে প্রচারিত রক্তাক্ত ছবির এই ব্যক্তির নাম আহমেদ রনি নয়। তার নাম রবিন খান। আর তার রক্তাক্ত অবস্থার এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ছবি।

এ পর্যায়ে সম্প্রতি আহমেদ রনি নামে কোনো ছাত্রনেতা নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করে টিম চেক ফ্যাক্ট। এ বিষয়ে গণমাধ্যমে কিংবা ছাত্রদল সূত্রে কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া টিম চেক ফ্যাক্টের অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিতে আহমদ রনি নামের কেউ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নেই। ২০২২ সালে ১০ মে ঘোষিত সর্বশেষ ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে একজনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, তিনি হচ্ছেন রবিন খান। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল হতে উক্ত কমিটিতে দপ্তর ও সহ দপ্তর সম্পাদক পদে দুইজনকে দায়িত্ব দেওয়া হলেও সাংগঠনিক সম্পাদক পদে আর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সুতরাং, উপরোক্ত তথ্য উপাত্ত তে এটি প্রতীয়মান হয় যে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ জীবিত একজন ছাত্রদল নেতার পুরোনো ছবি প্রচার করে দাবি করা হয়েছে যে, ঢাকা মহানগর পশ্চিম দলের কথিত নেতা আহমেদ রনিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। অর্থাৎ পুলিশের গুলিতে ছাত্রদল নেতার নিহতের এই দাবিটি সম্পূর্ণ গুজব।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

22-02-2022 তারিখটি নিয়ে গণিতশাস্ত্র’র বক্তব্য
মার্চ ২৭, ২০২২ ১১:২২ AM