আন্তর্জাতিক

চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল

প্রকাশ: ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM

২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে চীনের জিনজিয়াং অঞ্চল এবং তাজিকিস্তান সীমান্তের কাছে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয় ভিডিওটি চীন-তাজিকিস্তান সীমান্তের ভুমিকম্পের। কোন তথ্যসূত্র ছাড়াই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।   

ভাইরাল তথ্যঃ

২৪ ফেব্রুয়ারি ২০২৩ Rinku Islam Rifat নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 

আজ চীন- তাজিকিস্তান সিমান্ত এলাকায়

৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

এ যেন রাসুল এর বলে যাওয়া

কেয়ামতের আগের সিরিজ ভূমিকম্প শুরু হলো।

আল্লাহুম্মাগফিরলি।

  • ওসামা উমর।

এমন দাবিতে ভিডিওটি আরো কিছু ফেসবুক পোস্টে দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে তুর্কি সংবাদমাধ্যম 'A News '-এর ফেসবুক পেজে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি শেয়ার করা একটি পোস্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, ভিডিওটি ২০২১ সালে জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার একটি ভুমিকম্পের সময় ধারণ করা।

পরবর্তীতে এই ভিডিওর সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করলে তুরস্কের সংবাদ সংস্থা TRT World Now এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টেও ভাইরাল ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। সেখানে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়,

Magnitude 7.1 earthquake hits Japan’s Fukushima অর্থাৎ জাপানের ফুকুসিমায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

পাশাপাশি আরো কিছু গণমাধ্যমের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড একাউন্টেও ভিডিওটি খুঁজে পাওয়া যায়।  এটাকে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাপানের উত্তর-পশ্চিমের ফুজিয়ামা, মিয়াগি অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পকালীন সময়ের দৃশ্য হিসেবে দাবি করা হয়।

ওয়েবসাইটগুলোর প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ভিডিওটি চীন-তাজিকিস্তান সীমান্তের নয় বরং ২০২১ সালে জাপানে হওয়া ভিন্ন একটি ভূমিকম্পের। ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর এটিকে সেই ভূমিকম্পের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM
মেসি এবং আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়
ডিসেম্বর ১৮, ২০২২ ০১:৫৬ PM