আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?

প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল জেতার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেয়ার সময় কাতারের রাজা তামিম বিন হামাদ আল থানি মেসিকে একটি বিস্ত পড়িয়ে দেন। সম্প্রতি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় যে, মেসিকে পড়ানো বিস্তটি বাংলাদেশের বগুড়ায় তৈরি করা। কোন তথ্যসূত্র ছাড়াই দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

ডিসেম্বর ১৯, ২০২২ তারিখে বগুড়ার ছোল-পোল নামের একটি পেজ থেকে মেসিকে বিস্ত পড়ানো ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

কাতার বিশ্বকাপে বগুড়ার তৈরি বেস্ত মেসিকে পড়িয়ে দিচ্ছেন শেখ তামিম। বেস্ত তৈরিকৃত প্রতিষ্ঠানের নাম বেস্ত আল-নূর। প্রতিষ্ঠানটি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে অবস্থিত।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে গত ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে Revealed: Lionel Messis bisht cost only $2,000, Qatar-based tailor says শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে বলা হয়, ৮০০০ কাতারি রিয়াল মূল্যের বিস্ত কাপড়টি কাতার ভিত্তিক দর্জি মুহাম্মদ আবদুল্লাহ আল-সালেম তৈরি করেছিলেন। জাপানের নাজাফি ফ্যাব্রিক দিয়ে তৈরি বিস্তটিতে হাত দিয়ে সূচিকর্ম করা হয়েছিল।

পাশাপাশি মধ্যপ্রাচ্য ভিত্তিক ম্যাগাজিন Esquire Middle East এ কাতারের বিস্ত আল-সালেম এর ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল-সালেম এর দেয়া একটি সাক্ষাৎকার খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে তিনি বলেন,

প্রথম দিকে যখন আমাদের এই বিস্ত ডিজাইন টি তৈরি করতে বলা হলো, তখন আমরা জানতাম না যে এটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়কের জন্য। পরে যখন আমরা দেখলাম মেসি যে বিস্তটি পরেছিলেন তা আমাদের দোকানের ছিল তখন বিস্মিত হয়েছি। এই বিস্ত তৈরির জন্য কর্তৃপক্ষের প্রথম পছন্দ ছিল আমাদের প্রতিষ্ঠান, যা রাজ্যের আমির তামিম বিন হামাদ আল থানি বিশ্বকাপ তারকাকে পরিয়ে দিচ্ছে দেখে গর্ব বোধ হয়েছে।

Esquire Middle East এর প্রতিবেদনে আরো বলা হয়,

বিস্ত আল-সালেম দুটি বিস্ত তৈরির অর্ডার পেয়েছিলো। দুটি ভিন্ন মাপের স্পেসিফিকেশনের দুটি বিস্ত তৈরির অর্ডার মূলত দেয়া হয়েছিলো দুই ফাইনালিস্ট দলের দুই অধিনায়ক লিওনেল মেসি ও হুগো লরিসের জন্য।

এছাড়া কাতারের গণমাধ্যম Al-Raya তে بشت ميسي صناعة قط (Bisht 100% Qatari industry) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে,

কাতারের সোক ওয়াকিফের বিস্ত আল-সালেম স্টোরের ব্যবস্থাপক আহমেদ আবদুল্লাহ আল-সালেম দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ট্রফি হস্তান্তর করার আগে একটি কাতারি বিশত উপহার দিয়েছেন যা তার স্টোরে তৈরি এজন্য গর্ব প্রকাশ করেছেন। প্রতিবেদনে আহমেদ আল-সালেম আল-রায়াকে আরো জানান, আমরা খুব গর্বিত যে আল-সালেমের দোকানে যে কাতারি বিস্ত তৈরি করা হয় তা এ টু জেড পর্যন্ত একটি কাতারি শিল্প। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বিস্ত পরিয়ে দেয়ার পর বিস্ত কেনার ক্রেতা বেড়ে যাওয়ার বিষয়টি ইঙ্গিত করে তিনি আরো বলেন তারা আশা করেছিল যে আগামী দিনে বিক্রি আরো বৃদ্ধি পাবে, বিশেষ করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাথে বিশ্বব্যাপী এটার মিথস্ক্রিয়ার পর।

এছাড়া বেশকিছু সংবাদমাধ্যমেও মেসির গায়ের বিস্তটির ব্যাপারে সংবাদ প্রকাশ করে যেখানে বলা হয় মেসির গায়ের বিস্তটি কাতারের বিস্ত আল-সালেমে তৈরি হয়েছে।

সংবাদগুলো পড়ুন এখানে, এখানে এবং এখানে

মূলত ২০১৯ সালের ১৯ শে জুন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের কবুরহাটে উদ্বোধন করা হয় বিস্ত আল নুর এন্টারপ্রাইজের।

সেখানে বিস্ত তৈরির কারখানা রয়েছে। পরবর্তীতে এরই সূত্র ধরে মেসির গায়ের বিস্তটি বগুড়ায় তৈরি হয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হলে ভাইরাল হয়ে যায়। কিন্তু উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে,  মেসিকে যে বিস্ত পড়ানো হয়েছে সেটি কাতারের Bisht Al-Salem এ তৈরি। সুতরাং ফেসবুকে মেসিকে পড়িয়ে দেয়া বিস্ত বগুড়ায় তৈরির দাবিটি সম্পূর্ণ মিথ্যা।তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
মেসি এবং আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়
ডিসেম্বর ১৮, ২০২২ ০১:৫৬ PM