আন্তর্জাতিক

আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?

প্রকাশ: মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে  যে, এখন থেকে আর্জেন্টিনা যেতে বাংলাদেশিদের কোন ভিসার প্রয়োজন নেই। এমন দাবিতে তথ্যটি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।   

ভাইরাল তথ্যঃ

১ মার্চ ২০২৩ জাগো রংপুর - Jaago Rangpur নামের একটি ফেসবুক পেজ থেকে একটি গ্রাফিক্যাল কন্টেন্ট শেয়ার করে উল্লেখ করা হয়,

বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই

আর্জেন্টিনা যেতে প্রয়োজন নেই ভিসার

 

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে বাংলাদেশ ও আর্জেন্টিনার মাঝে কোন ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে কিনা তা জানতে গুগলে কি–ওয়ার্ড সার্চ করলে বেশকিছু গনমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না  শিরোনামে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো (Santiago Cafiero) বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই করে যার ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল (সরকারী) পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না।

তাছাড়া ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ভিসা ছাড়াই আর্জেন্টিনায় যেতে পারবেন যাঁরা শিরোনামে বেসরকারি সংবাদমাধ্যম প্রথম আলো তাদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশ করে যেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন পরিস্কার করে বলেন যে, বাংলাদেশ ও আর্জেন্টিনার ৩টি বিষয়ে চুক্তি হয়েছে। এর একটি হচ্ছে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না।

বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল (সরকারী) পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোন ভিসা না লাগার ব্যাপারে প্রকাশিত এমন কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সরকার তিন ধরণের পাসপোর্ট প্রদান করে: সাধারণ পাসপোর্ট (Ordinary passport), সরকারী পাসপোর্ট (Government passport), এবং কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic passport)। বাংলাদেশের সাধারণ নাগরিকদের সাধারণ পাসপোর্ট প্রদান করা হয় এবং এই পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণ করতে ভিসা দরকার হয়। সরকারী কর্মচারী বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারী পাসপোর্ট বা অফিশিয়াল পাসপোর্ট প্রদান করা হয় এবং সাধারণ পাসপোর্টধারীদের মতো তাদের সবসময় ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশী কূটনীতিক বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট প্রদান করা হয় এবং এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারে। তবে সরকারী পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট এর ভিসা অব্যাহতি সুবিধা তখনই পাওয়া যায় যখন একটি দেশের সাথে যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সেই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে।

 

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ভিসা ছাড়া আর্জেন্টিনা যাওয়ার সুযোগ আপাতত বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা পাচ্ছে না বরং এই ভিসা অব্যাহতি সুবিধা শুধুমাত্র কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা পাবেন। তাই বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে কোন ভিসা না লাগার দাবিটি বিভ্রান্তিকর। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM
মেসি এবং আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়
ডিসেম্বর ১৮, ২০২২ ০১:৫৬ PM