আন্তর্জাতিক

তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়

প্রকাশ: ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM

তুরষ্কের ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে এগিয়ে এসেছে সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, জনপ্রিয় তুর্কী সিরিজ কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমান বে খ্যাত অভিনেতা বুরাক ওজচিভিত ভলান্টিয়ারের ভূমিকায় ভূমিকম্পে হতাহতের উদ্ধার কাজে চেষ্টা করছেন। এমন দাবিতে ভিডিওটি যুক্ত করে বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ  

১০ ফেব্রুয়ারি ২০২৩ Madridista BD Sports নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

ভলান্টিয়ারের ভূমিকায় হতাহতের উদ্ধার কাজে চেষ্টা করছেন এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় তুর্কী সিরিজ " কুরুলুস উসমানের "

 " উসমান বে " খ্যাত অভিনেতা " বুরাক ওজচিভিত " !  💔

 

 

একই দাবিতে ফেসবুকে আরো একটি পোস্ট দেখুন এখানে

 

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে Halk Tv নামের তুর্কি চ্যানেলের ওয়েবসাইটে ২০১৫ সালের ১৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে একই ধরনের ফ্রেম খুঁজে পায়। প্রতিবেদনটি অনুবাদ করলে দেখা যায় যে, দৃশ্যটি Kara Sevda নামের একটি ওয়েব সিরিজের খনি দুর্ঘটনার দৃশ্যের।

 

 

পরবর্তীতে এই প্রতিবেদনের সূত্র কী-ওয়ার্ড সার্চ করলে Kara Sevda নামেই একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে Kara Sevda ওয়েব সিরিজটির ১ম পর্ব খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে ২ ঘন্টা ১৩ মিনিটের এই ওয়েব সিরিজটির ১ঘন্টা ৪৮ মিনিট থেকে ভাইরাল ভিডিওটির সাথে সম্পুর্ণ সাদৃশ দৃশ্য খুঁজে পাওয়া যায়।

 

পাশাপাশি তুরষ্কের গণমাধ্যম ও তুর্কি অভিনেতা বুরাক ওজিভিতের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি তেও এখন পর্যন্ত ওজিভিতের উদ্ধারকার্যে নামার কোন তথ্য খুঁজে পায় নি টিম চেক ফ্যাক্ট। 

 

সুতরাং উপরোক্ত তথ্য ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ভাইরাল ভিডিওটি মূলত তুর্কি অভিনেতা বুরাক ওজিভিত অভিনীত Kara Sevda নামক ওয়েব সিরিজের একটি দৃশ্যের। সম্প্রতি তুরষ্কের ভূমিকম্পের প্রেক্ষিতে ভিডিওটি বুরাক ওজচিভিত ভলান্টিয়ারের ভূমিকায় ভূমিকম্পে হতাহতের উদ্ধার কাজে চেষ্টা করছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM
মেসি এবং আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়
ডিসেম্বর ১৮, ২০২২ ০১:৫৬ PM