আন্তর্জাতিক

প্রতিদিন সারা বিশ্বে গড়ে ৮৫০০ জন মুসলিম হচ্ছে?

প্রকাশ: আগস্ট ৩১, ২০২২ ১০:০৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, OIC রিপোর্ট অনুযায়ী প্রতিদিন সারা বিশ্বে গড়ে ৮৫০০ জন কালিমা পড়ে মুসলিম হচ্ছে। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত আগস্ট ৩০, ২০২২ তারিখে Toma Islam নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্টে লেখা হয়,

OIC রিপোর্ট অনুযায়ী

প্রতিদিন সারা বিশ্বে গড়ে ৮৫০০ জন

কালিমা পড়ে মুসলিম হচ্ছে...

আলহামদুলিল্লাহ!

OIC

ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল দাবিটির সম্পর্কে জানতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে দাবিটির পক্ষে গণমাধ্যমে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অতঃপর ভাইরাল পোস্টগুলোতে তথ্যসূত্র দাবি করা ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর ওয়েবসাইটেও বিশ্বে ধর্মান্তারিত হয়ে প্রতিদিন মুসলিম গ্রহণের সংখ্যা নিয়ে কোন রিপোর্ট খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট। 

পরবর্তীতে অধিকতর সার্চের মাধ্যমে টিম চেকফ্যাক্ট বিশ্বে ইসলাম হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম  শিরোনামে ৭ অক্টোবর, ২০১৮ তারিখে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে বলা হয়,

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার (পিআরসি) বলেছে, বিশ্বে ইসলাম সবচেয়ে জনপ্রিয় ধর্ম হয়ে উঠছে। ইসলাম হচ্ছে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম। ১৯৯টি দেশের মধ্যে ২০১৫ সালের তথ্য বিশ্লেষণ করে গত মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’- এর ধর্মীয় রূপরেখা বিষয়ক এক গবেষনায় এ কথা বলা হয়েছে। এর আগে পিআরসি-র গবেষণায় ইসলামকে বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয়। খবর সিএনএন ও নিউজউইক।

পিআরসি-র গবেষণায় বলা হয়, আগামী ২০৭০ সালের পর বিশ্বে ইসলাম হবে সবচেয়ে জনপ্রিয় ধর্ম। এর আগে বিশ্বে ২০৫০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা হবে খ্রিস্টানদের প্রায় সমান।

বিশ্বে ইসলাম হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম

উল্লেখ্য বেসরকারি গণমাধ্যম ইনকিলাবে প্রকাশিত এই প্রতিবেদনের বরাতে যুক্তরাষ্ট্রের দুই সংবাদমাধ্যম সিএনএন এবং নিউজউইক কে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। নিউজউইকে প্রচারিত প্রতিবেদনটি পড়ুন এখানে।

পরবর্তীতে ২০১৭ সালের ৩ অক্টোবর পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। পিউ রিসার্চের প্রতিবেদনেও প্রতিদিন ৮৫০০ জনের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

পিউ রিসার্চ সেন্টার

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ২০১৮ সালে পিউ রিসার্চ সেন্টারের সুত্র ধরে বিশ্বে ইসলাম হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম শিরোনামে দৈনিক ইনকিলাব একটি প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিত্তিহীনভাবেই OIC এর বরাতে প্রতিদিন বিশ্বে গড়ে ৮৫০০ জন কালিমা পড়ে মুসলিম হওয়ার তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM