আন্তর্জাতিক

ভারতে সত্যিই কী বুলডোজার দিয়ে মূর্তি ভাঙা হচ্ছে?

প্রকাশ: আগস্ট ২৩, ২০২২ ১০:৩৪ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিজেপি শাসিত রাজ্যে হাজার হাজার হিন্দু দেবীদের মূর্তি ভেঙ্গে ফেলা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার ধারে অনেকগুলো দেব-দেবীর মূর্তি পড়ে রয়েছে এবং সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙ্গে এক ধারে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাগ্যিস এটা বিজেপির রাজ্যের ঘটনা। অবিজেপি রাজ্যে বিশেষ করে বাংলায় হলে এতোক্ষণ রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে যেত’ । এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসার পর ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত আগস্ট ১৫, ২০২২ তারিখে Asma Khatun Roshni নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  

ভাগ্যিস এটা বিজেপির রাজ্যের ঘটনা।

অবিজেপি রাজ্যে বিশেষ করে বাংলায় হলে এতোক্ষণ রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে যেতো দিলু গান্ডু এবং চাড্ভিগ্যাং সরকার এর তরফ থেকে।

কিন্তু বিজেপি রাজ্যের ঘটনা বলে হিন্দু খতড়ে মে পড়বে না

ভাগ্যিস এটা বিজেপির রাজ্যের ঘটনা

এমন দাবিতে আরও পোস্ট দেখুন এখানে, এখানে

Are idols really being demolished with bulldozers in India

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে বেশ কিছু স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ দেয়া হলে ভারতীয় সংবাদ মাধ্যম জি-নিউজে প্রকাশিত একটি সংবাদের লিংক সামনে আসে। আগস্ট ১১, ২০১৯ তারিখে প্রকাশিত প্রতিবেদনটিতে যুক্ত একটি ছবির সাথে ভাইরাল ভিডিওর দৃশ্যের হুবুহু মিল পাওয়া যায়। তাছাড়া এই প্রতিবেদনটির শিরোনাম ছিল, Ahmedabadites supported the Sabarmati Cleanliness Campaign, placing the Dashama idol on the riverfront itself অর্থাৎ আহমেদাবাদবাসীরা সবরমতি পরিচ্ছন্নতা অভিযানকে সমর্থন করেছে, তারা দশমা মূর্তিগুলো নদীর তীরে রেখে গিয়েছে।

Ahmedabadites supported the Sabarmati Cleanliness Campaign, placing the Dashama idol on the riverfront itself

তাছাড়া প্রতিবেদনটির বিস্তারিত অংশ পড়ে জানা যায়, ঘটনাটি মূলত আহমেদাবাদ শহরের। ২০১৯ সালের আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কমিশনার বিজয় নেহরা তৎকালীন সময়ে সবরমতি নদীর জলকে দূষণ মুক্ত রাখতে শহরের বাসিন্দাদের দশমীর দিনে নদীতে বিসর্জন না করতে আবেদন করেছিলেন। এই উদ্যোগে ব্যাপকভাবে সাড়া দিয়ে শহরবাসী দশমী দেবী মূর্তি নদীতে বিসর্জন না করে মূর্তিগুলোকে রাস্তার ধারে রেখে গিয়েছিলেন।

পরবর্তীতে এই নিউজের সূত্র ধরে ইউটিউবে সার্চ করলে গণমাধ্যম Zee 24 Kalak এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আগস্ট ১১, ২০১৯ তারিখে আপলোড করা একটি নিউজের ভিডিও সামনে আসে, যার শিরোনাম ছিল, Ahmedabad: People Support AMC's Sabarmati Swachta Abhiyan অর্থাৎ আহমেদাবাদ: লোকেরা AMC-এর সবরমতি স্বচ্ছতা অভিযানকে সমর্থন করেছে। উক্ত নিউজেও বলা হয়,  আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কমিশনারের অনুরোধ অনুযায়ী শহরবাসীরা দশমী দেবী মূর্তি নদীতে বিসর্জন না করে মূর্তিগুলোকে রাস্তার ধারে রেখে গিয়েছেন। তাছাড়া উক্ত নিউজে দেখানো ভিডিওর সাথেও ভাইরাল ভিডিওর মিল রয়েছে।

তাছাড়া পরবর্তীতে আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কমিশনার বিজয় নেহরা নিজেই রাস্তায় পড়ে থাকা মূর্তিগুলির ছবি এবং ভিডিও টুইট করেছিলেন এবং তাদের সমর্থনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেই টুইটের প্রত্যুত্তরে একজন ব্যক্তি বুলডোজার দিয়ে রাস্তার পাশ থেকে মূর্তি সরানোর ভিডিওটি টুইট করেন। সম্প্রতি মূর্তি সরানোর পুরোনো সেই ভিডিওটিকেই ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে মূর্তি ভাঙা হচ্ছে বলে বিভ্রান্তিকর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে।

Are idols really being demolished with bulldozers in India

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ভারতের আহমেদাবাদ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সবরমতি নদীকে দূষণমুক্ত রাখতে ২০১৯ সালে নদীতে দশমীর বিসর্জন না করে রাস্তার ধারে রেখে যাওয়া মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে একধারে সরানোর ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।

  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM