আন্তর্জাতিক

আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ARE YOU LOST! GO BACK TO ALLAH শিরোনামে কোন সাইনবোর্ড নেই

প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:০৬ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটি দেয়ালে ARE YOU LOST! GO BACK TO ALLAH লেখা হয়েছে। ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখে Love Guru নামের ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

লেখাটি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে

লেখাটি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে ফ্রান্সের ফিস আই (Fish Eye) ম্যাগাজিনে মূল ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ওয়েবসাইট থেকে জানা যায়, Devansh Atray নামের একজন থ্রিডি আর্টিস্ট ছবিটি এঁকেছেন। উক্ত ছবিটির সাথে ফেসবুকে ভাইরাল ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। তবে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভাইরাল ছবিটিতে Go Back to Allah লাইনটি আছে যা এডিট করে বসানো হয়েছে।

Go Back to Allah

Devansh Atray

এছাড়া ফিস আইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ছবিটি ০৭ আগস্ট, ২০১৯ এ প্রকাশ করা হয়।

পরবর্তীতে ছবিটির শিল্পী Devansh Atry নামের ইনস্টাগ্রামে ছবিটি খুঁজে বের করে টিম চেক ফ্যাক্ট। সেখানে তিনি ০৫ এপ্রিল, ২০১৯ মূল ছবিটি আপলোড করেন।

Devansh Atry

এছাড়া Red Bubble নামে একটি অনলাইন মার্কেটপ্লেসেও Devansh Atry এর একটি প্রোফাইল দেখতে পাওয়া যায়। সেখানেও এই ছবিটির বিক্রেতা এবং নির্মাতা হিসেবে তার নামই রয়েছে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ছবিটি একটি ডিজিটাল আর্ট এবং এটি তৈরি করেছেন Devansh Atry নামে ভারতীয় একজন শিল্পী।সম্প্রতি Devansh Atray নামক একজন থ্রিডি আর্টিস্ট কর্তৃক Are You Lost শীর্ষক বাক্য সম্বলিত আর্টে অতিরিক্ত Go Back to Allah বাক্য এডিটের মাধ্যমে সংযুক্ত করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তার বাস্তব দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM