আন্তর্জাতিক

লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার বিষয়টা কি আমির খান স্বীকার করেছেন?

প্রকাশ: আগস্ট ১৭, ২০২২ ১১:২০ AM

গত ১১ আগষ্ট, ২০২২ তারিখে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আমির খান অভিনীত মুভি লাল সিং চাড্ডা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটিকে নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, আমির খান নিজে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দাবিটি সামনে আসলে সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১২ আগষ্ট, ২০২২ তারিখে Pallabi Biswas নামের একটি ফেসবুক আইডি থেকে ২৬ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

লাল চাড্ডির বাত্তিগুল হয়েগেছে, স্বীকারোক্তি আমির খানের

 আহা কি আনন্দ, আকাশে বাতাসে!!!

#Boycott_Lal_Singh_Chadda

#amirkhan

লাল চাড্ডির বাত্তিগুল হয়েগেছে, স্বীকারোক্তি আমির খানের।  আহা কি আনন্দ, আকাশে বাতাসে!!!

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি থেকে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে বলিউডের সংবাদবিষয়ক গণমাধ্যম Zoom এর অফিশিয়াল ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পায়। Aamir Khan APOLOGIZES & shares story behind failure of 'Thugs of Hindostan শিরোনামে ২০১৮ সালের ২৬ নভেম্বর প্রচারিত ৩ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করলে সেখানে আমির খানকে থাগস অফ হিন্দুস্থান নামক মুভির ব্যর্থতার পেছনের কাহিনি বর্ণনা করতে শোনা যায়। রিভার্স ইমেজ দ্বারা প্রাপ্ত ভিডিওটির অংশের সাথে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

Aamir Khan APOLOGIZES & shares story behind failure of 'Thugs of Hindostan

এছাড়া ভাইরাল ভিডিওটিতে হিন্দি রাশ নামের একটি লোগো দেখতে পাওয়া যায়।

লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার বিষয়টা কি আমির খান স্বীকার করেছেন

পরবর্তীতে জুম থেকে প্রাপ্ত ভিডিওটির ক্যাপশন ধরে কী-ওয়ার্ড সার্চ করা হলে হিন্দি রাশ নামের ইউটিউব চ্যানেলে ২৭ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। উক্তি ভিডিওটিতেও আমির খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যেখানে তিনি থাগস অফ হিন্দুস্থান ছবিটি দর্শকদের ভালো না লাগার জন্য নিজেকেই দায়ী করেন এবং ফ্লপ হওয়ার বিষয়টি স্বীকার করে নেন।

এছাড়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও লোকমত টিভির ইউটিউব চ্যানেলেও ২০১৮ সালে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারটি দেখুন এখানে, এখানে

উল্লেখ্য, ২০১৮ সালে প্রচারিত আমির খানের মুভি থাকস অফ হিন্দুস্থান তাদের প্রত্যাশা অনুযায়ী ফ্লপ হয়। এ ব্যাপারে বিস্তারিত পড়ুন এখানে

পরবর্তীতে লাল সিং চাড্ডা মুভি নিয়ে আমির খান কোন বক্তব্য দিয়েছেন কিনা জানতে সার্চ করা হলে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনে আমির খানের বক্তব্য তুলে ধরা হয় যেখানে তিনি বলেন

যদি কেউ এই সিনেমাটিকে দেখতে না চায়, আমি তাদের ইচ্ছাকে সমর্থন করি তবে আমি চাই যেন বেশির ভাগ লোক এই সিনেমাটিকে দেখেন, কারণ একটা সিনেমা বানানোর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে

যদি কেউ এই সিনেমাটিকে দেখতে না চায়, আমি তাদের ইচ্ছাকে সমর্থন করি। তবে আমি চাই যেন বেশির ভাগ লোক এই সিনেমাটিকে দেখেন, কারণ একটা সিনেমা বানানোর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ভিডিওটি মূলত ২০১৮ সালে প্রকাশিত আমির খানের একটি সাক্ষাৎকারের যেখানে তিনি থাগস অফ হিন্দুস্থান ছবিটি ফ্লপ হওয়ার কথা স্বীকার করে নেন এবং এর কারণ ব্যাখা করেন। সম্প্রতি সেই সাক্ষাৎকার এর কিছু অংশ মিথ্যা ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সুতরাং, আমির খানের নিজ মুখে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি লাল সিং চাড্ডা ফ্লপ স্বীকার করার দাবিটিকে মিথ্যা বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM