আন্তর্জাতিক

আইনস্টাইন কি সত্যিই গণিতে ফেল করেছিলেন?

প্রকাশ: এপ্রিল ১৩, ২০২২ ০৮:৫৩ AM

গত শতাব্দীর শেষ থেকেই শতাব্দীর সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে নিয়ে একটি ধারণা বেশ প্রচলিত। সেটি  হচ্ছে, আইনস্টাইন মাধ্যমিক বিদ্যালয়ে তার বেসিক ম্যাথ কোর্সে ফেল করেছিলেন। এ নিয়ে প্রচুর জোকস আর মীমস অনলাইনে খুব ভাইরাল। বিভিন্ন রম্য লেখাতেও অনেকে আইনস্টাইনের এই অংকে ফেল করার বিষয়টি তুলে আনেন হাসি-তামাশার ছলে।

 

প্রচারিত তথ্য-

মূলত আইনস্টাইনের অংকে ফেল করা সংক্রান্ত তথ্যটি বহুল প্রচারিত রিপলি’স বিলিভ ইট অর নটের একটি পর্বে প্রকাশিত হয় সত্তরের দশকে। ধারণা করা হয়, সেখান থেকেই জনপ্রিয়তা পায় আইনস্টাইনের অংকে ফেল করা সংক্রান্ত ধারণাটি।

রিপলি’স বিলিভ ইট অর নটের প্রকাশিত কার্টুনটি -

আলবার্ট আইনস্টাইনঃ

বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৪ মার্চ ১৮৭৯ খ্রিস্টাব্দে জার্মানির উলম শহরে জন্মেছিলেন এবং ১৯৫৫ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 ( যা "বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ" হিসেবে খেতাব দেওয়া হয়েছে ) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

 

রিপলি বিলিভ ইট অর নটঃ

রিপলি’স বিলিভ ইট অর নট  একটি নিউজপেপার প্যানেল। সাধারণত বিভিন্ন সংবাদপত্রের ভেতরে একটি কলামে এর দেখা মিলতো। পত্রিকার পাশাপাশি পরবর্তীতে রেডিও, টেলিভিশন, কমিক বুকসেও থাকতো অদ্ভুতরকমের সব তথ্য নিয়ে কাজ করা রিপলিসের বিভিন্ন প্রযোজনা। বর্তমানে তাদের একটি ওয়েবসাইটও রয়েছে। (ওয়েবসাইট লিংক-

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে গিয়ে গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নেয় টিম চেক ফ্যাক্ট। কী ওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা নোবেল প্রাইজ এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট The Nobel Prize এর একটি টুইট খুঁজে পাই। যাতে লেখা আছে, “Contrary to a widespread myth, @AlbertEinstein was good at mathematics in high school.

 

This certificate of maturity was issued to Einstein at the age of 17. In the scoring, six = highest, 1 = lowest grade. The photo was taken the same day he received his grades #OTD in 1896.

সার্টিফিকেটের ছবিটি পর্যালোচনাঃ

উপরের ছবিটি সুইজারল্যান্ডের আরাউর ক্যান্টনাল হাই স্কুলে থেকে ১৭ বছর বয়সে আলবার্ট আইনস্টাইনের পাওয়া সার্টিফিকেট। এই স্কোরিং স্কিমে ৬ হলো সর্বোচ্চ এবং ১ হলো সর্বনিম্ন গ্রেড।  ছবিটি তোলা হয়েছিল সেই একই দিনে যেদিন আইনস্টাইন সার্টিফিকেটটি গ্রহণ করেন অর্থাৎ ৩ই অক্টোবর ১৮৯৬ সালে।

আইনস্টাইন তার হাইস্কুলে নিম্নলিখিত গ্রেড পেয়েছিলেন:

  • জার্মান ভাষা এবং সাহিত্য: ৫
  • ফরাসি ভাষা ও সাহিত্য: ৩
  • ইংরেজি ভাষা ও সাহিত্য: –
  • ইতালীয় ভাষা ও সাহিত্য: ৫
  • ইতিহাস: ৬
  • ভূগোল: ৪
  • বীজগণিত: ৬
  • জ্যামিতি (প্ল্যানিমিটি, ত্রিকোণমিতি, স্টিরিওমেট্রি এবং এনালিটিক্যাল জ্যামিতি): ৬
  • বর্ণনামূলক জ্যামিতি: ৬
  • পদার্থবিজ্ঞান: ৬
  • রসায়ন: ৫
  • প্রাকৃতিক ইতিহাস: ৫
  • অঙ্কন: ৪
  • টেকনিকাল অঙ্কন: ৪

অর্থাৎ উপরোক্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয়েছে যে, বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের গণিতে ফেল করা নিয়ে প্রচলিত গল্পটি সম্পূর্ণ অসত্য এবং এর বাস্তব কোন ভিত্তি নেই মূলত মোটিভেশন দিতেই এমন গল্প তৈরি হয়ে এসেছে আলবার্ট আইনস্টাইন মাধ্যমিক বিদ্যালয়ে অংকে খুবই ভালো ছিলেন

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM