আন্তর্জাতিক

কমনওয়েলথ গেমস-২০২২ এ ৪০০ মিটার দৌড়ে ভারত কি স্বর্ণ জিতেছে?

প্রকাশ: আগস্ট ১৮, ২০২২ ১০:২৭ AM

২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে কমনওয়েলথ গেমস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে এটি ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ভারতীয় স্প্রিন্টার হিমা দাসের ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের ভিডিও। ভিডিওটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২৯ জুলাই,২০২২ তারিখে Pegasus নামক একটি টুইটার একাউণ্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় যেখানে টুইটে লেখা হয়,

Hima Das wins 400m Gold in CWG at Birmingham

অর্থাৎ, হিমা দাস বার্মিংহামে CWG-তে 400 মিটার সোনা জিতেছেন।

Hima Das wins 400m Gold in CWG at Birmingham

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আরেকটি পোস্ট দেখুন এখানে

 

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে গত ২৮ জুলাই শুরু হওয়া ১১ দিনের কমনওয়েলথ গেমসের সকল ফলাফল খুঁজে বের করে চেক ফ্যাক্ট। সেখানে দেখা যায় ভারতীয় দলের দৌড়বিদ হিসেবে হিমাদাস ২০০ মিটার ও ৪০০ মিটার এর দুটি ইভেন্টে অংশগ্রহণ করেন এবং ফাইনাল অব্দি পৌঁছান। যেহেতু ভাইরাল ভিডিওটিতে তার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের দাবি করা হয়, তাই  মেয়েদের ৪০০ মিটার রিলে দৌড় এর ফলাফল খুঁজে বের করলে দেখা যায় মেয়েদের ৭ আগষ্ট,২০২২ তারিখে ৪০০ মিটার দৌড় ফাইনাল হয় এবং সেখানে প্রথম স্থান করে স্বর্ণপদক লাভ করেন নাইজেরিয়া দেশের প্রতিনিধিত্বকারী একজন। ভারত প্রতিনিধিত্বকারী হিমা দাসের অবস্থান পঞ্চম।

Did India's Hima Das win gold in 400m at the 2022 Commonwealth Games

Did India's Hima Das win gold in 400m at the 2022 Commonwealth Games

এছাড়া কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে নাইজেরিইয়ান গণমাধ্যম Premium Times এর এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, কমনওয়েলথ গেমস ২০২২ এ মেয়েদের ৪০০ মিটার রিলেতে স্বর্নপদক লাভ করে নাইজেরিয়া।

এছাড়া হিমা দাসের ৪০০ মিটার রিলে ফাইনালে পঞ্চম অবস্থানে দৌড় শেষ করার সংবাদ ও খুঁজে পাওয়া যায়।

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে, ২০২২ কমনওয়েলথ গেমস ২০২২ এ মেয়েদের ৪০০ মিটার রিলেতে হিমা দাসের স্বর্ণপদক জেতার সংবাদটি মিথ্যা। অর্থাৎ ভিডিওটি ২০২২ কমনওয়েলথ গেমসের নয়। পরবর্তীতে ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে বের করতে ভিডিও থেকে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে World Athletics নামের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে  একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ১২ আগষ্ট, ২০২১ সালে প্রকাশিত এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়,

Women's 400m Final - World Athletics U20 Championships Tampere 2018

অর্থাৎ এটি ২০১৮ সালে বিশ্ব এথলেটস অনুর্ব্ধ-২০ প্রতিযোগিতার ভিডিও।

 ইউটিউবে প্রাপ্ত ভিডিওটিতে হিমা দাসকে দৌড় শেষে উল্লাস করতে দেখা যায় এবং ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

Women's 400m Final - World Athletics U20 Championships Tampere 2018

পরবর্তীতে ভিডিওটি ২০১৮ সালের কিনা এবং এই ২০১৮ সালে হিমা দাস কোন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছিল কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে, ওয়ার্ল্ড এথলেটস এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে বলা হয়,

With a power-packed finish, Indias Hima Das sealed her nations first ever medal in the 400m at the IAAF World U20 Championships, sling-shotting to the lead down the home straight and coming home a clear winner in 51.46.

পাওয়ার-প্যাকড ফিনিশিংয়ের সাথে, ভারতের হিমা দাস IAAF বিশ্ব U20 চ্যাম্পিয়নশিপে 400 মিটারে তার দেশের প্রথম স্বর্ণপদক লাভ করে, স্লিং-শট করে এগিয়ে যাওয়ার মাধ্যমে সে 51.46 সেকেন্ডে সে তার দৌড় শেষ করে বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসে।

With a power-packed finish, India’s Hima Das sealed her nation’s first ever medal in the 400m at the IAAF World U20 Championships, sling-shotting to the lead down the home straight and coming home a clear winner in 51.46.

এছাড়া ১২ জুলাই,২০১৮ তারিখে প্রচারিত World Athletics ভেরিফায়েড টুইটার একাউণ্টেও ভাইরাল ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে এটিকে হিমা দাসের ২০১৮ সালের ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক লাভের ভিডিও বলে উল্লেখ করা হয়।

World Athletics

পাশাপাশি এথলেট হিমা দাস ও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার স্বর্ণ জয়ের বর্ষপূর্তিতে  ২০১৯ ২০২০ সালে ইভেন্টটির ভিডিওটি শেয়ার করেন। দুটি পোস্টেই তিনি ভিডিওটিকে ২০১৮ সালের বিশ্ব অনুর্ধ্ব ২০ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের কথা উল্লেখ করেছেন।  

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভারতীয় এথলেট হিমা দাস কমনওয়েলথ গেমস-২০২২ এ কোন স্বর্ণপদক লাভ করেন নি বরং তিনি ৪০০ মিটার রিলে ফাইনালে পঞ্চম অবস্থানে তার দৌড় শেষ করেন। ভাইরাল ভিডিওটি মূলত হিমা দাসের ২০১৮ সালের বিশ্ব অনুর্ধ্ব ২০ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে স্বর্ণজয়ের। সুতরাং, কমনওয়েলথ গেমস-২০২২ এ হিমা দাসের ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক লাভের দাবিটি মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM