আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হিটলারের আদলে নরেন্দ্র মোদির ছবিটি এডিট করা

প্রকাশ: জুন ৩০, ২০২২ ০১:০৩ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইম ম্যাগাজিনের একটি প্রচ্ছদের ছবি ব্যাপকভাবে শেয়ার করে হ্যাশট্যাগে লেখা হচ্ছে #byebyemodi । টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের অবয়বে জার্মানির হিটলারের গোঁফের অংশ টুকু জুড়ে দেওয়া হয়েছে। তাছাড়া এই প্রচ্ছদের নিচে বড়ো বড়ো অক্ষরে হ্যাশট্যাগে #byebyemodi লেখা রয়েছে। বেশ কয়েকটি ফেসবুক পোস্টে ছবিটি সামনে আসলে এর সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্যঃ

জুন ২৩, ২০২২ তারিখে Rakesh Rao Arigela নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়

#ByeByeModi

#ByeByeModi

ফেসবুকে এরকম আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

টাইম ম্যাগাজিনে হিটলারের মুখমন্ডলের আদলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবিতে প্রচ্ছদের যে ছবিটি ভাইরাল হয়েছে এর সত্যতা জানতে অনুসন্ধানের শুরুতেই টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে গেলে ২০২২ সালে প্রকাশিত সবগুলো কভারের কোথাও #byebyemodi ও প্রধানমন্ত্রী মোদির সাথে এডলফ হিটলারের ছবির সমন্বয়ে কোনো ম্যাগাজিনের প্রচ্ছদ পায়নি টিম চেক ফ্যাক্ট।  

ম্যাগাজিনের প্রচ্ছদ

পরবর্তীতে টাইম ম্যাগাজিনে তাদের পরবর্তী ৪ঠা/১১ই জুলাইয়ের ম্যাগাজিনের প্রচ্ছদটি তাদের ওয়েবসাইটে খুঁজে বের করে টিম চেক ফ্যাক্ট । সেখানেও #byebyemodi  হ্যাশট্যাগে  ভারতীয়  প্রধানমন্ত্রী মোদির সাথে এডলফ হিটলারের ছবির সমন্বয়ে যে প্রচ্ছদটি ভাইরাল হয়েছে সেটি খুঁজে পাওয়া যায়নি। 

প্রধানমন্ত্রী মোদির সাথে এডলফ হিটলারের ছবির সমন্বয়ে যে প্রচ্ছদটি ভাইরাল হয়েছে সেটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রচ্ছদটি ও টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রচ্ছদগুলো পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করলে দেখতে পায়, Time এর প্রতিটি ম্যাগাজিনের উপরের দুই দিকে ও নিচের ডানদিকে তারিখ, টাইমের ওয়েবসাইট এড্রেস থাকে যা ভাইরাল প্রচ্ছদের ছবিতে নেই।     

যেমন টাইম ম্যাগাজিনের প্রতিটি প্রচ্ছদের উপরের বাঁ দিকে লেখা থাকে Dubble issue এবং ডান দিকে তারিখ ও প্রচ্ছদের নিচে ডানদিকে time.com কথাটি লেখা থাকে। 

টাইম ম্যাগাজিনের প্রতিটি প্রচ্ছদের উপরের বাঁ দিকে লেখা থাকে Dubble issue এবং ডান দিকে তারিখ ও প্রচ্ছদের নিচে ডানদিকে time.com কথাটি লেখা থাকে।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিটলারের মুখের অবয়বের সমন্বয়ে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি মূলত ফটোশপের মাধ্যমে ব্যক্তিগতভাবে সম্পাদিত করে ভাইরাল করা হয়েছে। টাইম ম্যাগাজিনের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতেও ছবিটির কোন অস্তিত্ব নেই।

  

   

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM