আন্তর্জাতিক

নূপুর শর্মাকে হেনস্থার ভুয়া সংবাদ ভাইরাল

প্রকাশ: জুন ১২, ২০২২ ১০:৩৫ AM

সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের তোপের মুখে পড়েছে ভারত এছাড়া ভারতজুড়ে অব্যাহত রয়েছে চরম বিক্ষোভ এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নূপুর শর্মাকে দিল্লির এক মার্কেটে শপিং করার সময় গণধোলাই দেয়া হয়েছে শিরোনামে কিছু ছবিসহ পোস্ট প্রচার করা হচ্ছে এমন ছবি ও তথ্যের সত্যতা যাচাইয়ে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধান চালায় চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পাওয়া গেল

ভাইরাল তথ্যঃ 

সম্প্রতি এম এ রহমান সাহেদ  নামের ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়

#আলহামদুলিল্লাহ নুপুর শর্মাকে দিল্লির এক মার্কেটে শপিং করার সময় গণধোলাই এবং পরে পুলিশের হস্তক্ষেপে বেঁচে যায়। দুনিয়াতে অপমান শুরু হয়েছে আখেরাতে জাহান্নাম। আলহামদুলিল্লাহ 

নুপুর শর্মাকে দিল্লির এক মার্কেটে শপিং করার সময় গণধোলাই এবং পরে পুলিশের হস্তক্ষেপে বেঁচে যায়

তাছাড়া Md Marufur Rahman Anis অন্য  একটি আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়, 

#আলহামদুলিল্লাহ

নুপুর শর্মাকে দিল্লির এক মার্কেটে শপিং করার সময় গণধোলাই.!

এরকম আরও পোস্ট দেখুন এখানে এখানে  এখানেএখানে

নুপুর শর্মাকে দিল্লির এক মার্কেটে শপিং করার সময় গণধোলাই

এছাড়া Asraful Point নামের ইউটিউব চ্যানেল থেকে এনিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে

 

ফ্যাক্ট চেক অনুসন্ধানঃ 

অনুসন্ধানের শুরুতে ভাইরাল হওয়া সংবাদের উপর ভিত্তি করে গুগল কী-ওয়ার্ড সার্চ করা হলে নির্ভরশীল সংবাদমাধ্যমে বিষয়ে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

নুপুর শর্মাকে দিল্লিতে গণধোলাই

তাছাড়া ভাইরাল হওয়া ছবি গুলো নিয়ে গুগল ইমেজ চার্স করলে ২০০৮ সালের  ৬ নভেম্বরে হিন্দুস্থান টাইমসের  স্টক ফটো ওয়েবসাইট Alamy তে প্রকাশিত কিছু ছবি পাওয়া যায়। সেই ছবিগুলোর সাথে সাথে ভাইরাল ছবির হুবহু মিল পাওয়া যায়।

স্টক ফটো ওয়েবসাইট Alamy

নুপুর শর্মা

নুপুর শর্মাকে হেনস্থা

হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে ছবি গুলোর বর্ণনায় লিখা হয়,

ABVP activist and DUSU President Nupur Sharma crashing the gate to mark her protest against Prof. SAR Geelani at a public meeting at Delhi University's North Campus, on November 6, 2008 in New Delhi, India.

অর্থাৎ

হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আন্দোলনের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট নুপুর শর্মা ভারতের নয়া দিল্লিতে ৬ নভেম্বর, ২০০৮ -এ দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে একটি জনসভায় প্রফেসর এসএআর গিলানির বিরুদ্ধে  প্রতিবাদের জন্য গেট ভেঙে ফেলছেন৷ ABVP activist and DUSU President Nupur Sharma crashing the gate to mark her protest against Prof. SAR Geelani at a public meeting at Delhi University's North Campus, on November 6, 2008 in New Delhi, India

ছবিগুলো সার্বিক দিক পর্যালোচনা করে দেখা যায় মিথ্যা দাবিতে নুপুর শর্মার পুরনো ছবি ভাইরাল করা হচ্ছে

প্রসঙ্গত,  বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা গেছে নূপুর শর্মা পুলিশি নিরাপত্তায় রয়েছে প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়,

‘পুলিশি নিরাপত্তা দেওয়া হলো নূপুর শর্মা ও তাঁর পরিবারকে। বিজেপির এই সাবেক মুখপাত্রের জন্য দিল্লি পুলিশ মঙ্গলবার নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। দিল্লি পুলিশের এক কর্মকর্তার বয়ানে বলা হয়েছে, নূপুর অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই নিরাপত্তার ব্যবস্থা।‘

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগে বিজেপি নূপুর শর্মাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার এবং দলটির নেতা নবীন কুমার জিন্দলকে স্থায়ী বহিষ্কার করেছে। তাদের এই মন্তব্য ঘিরে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

‘পুলিশি নিরাপত্তা দেওয়া হলো নূপুর শর্মা ও তাঁর পরিবারকে। বিজেপির এই সাবেক মুখপাত্রের জন্য দিল্লি পুলিশ মঙ্গলবার নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। দিল্লি পুলিশের এক কর্মকর্তার বয়ানে বলা হয়েছে, নূপুর অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই নিরাপত্তার ব্যবস্থা।‘  মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগে বিজেপি নূপুর শর্মাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার এবং দলটির নেতা নবীন কুমার জিন্দলকে স্থায়ী বহিষ্কার করেছে। তাদের এই মন্তব্য ঘিরে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট যে, মূলত ১৫ বছর আগে ৬ নভেম্বর ২০০৮ সালে  নূপুর শর্মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে একটি জনসভায় প্রফেসর এসএআর গিলানির বিরুদ্ধে  প্রতিবাদ করছিলেন, সেই প্রতিবাদের পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তাছাড়া গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে দিল্লিতে নূপুর শর্মাকে হেনস্থা করবার নির্ভরযোগ্য কোন সংবাদ পাওয়া যায়নি।  তাই পুরনো ছবি ও ভুয়া তথ্যকে সাম্প্রতিক সময়ের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM