আন্তর্জাতিক

সত্যিই কী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফুটবলার দিদিয়ের দ্রগবা?

প্রকাশ: নভেম্বর ১০, ২০২২ ০৮:০৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবার দুই হাত তুলে মোনাজাতরত অবস্থায় থাকার একটি ছবি ব্যাপকভাবে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, চেলসি ও আইভেরিকোস্ট লিজেন্ড দ্রিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন দাবিতে বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত ৮ নভেম্বর ২০২২ তারিখে 𝙎𝙊𝙐𝙇𝙈𝘼𝙏𝙀 নামক একটি ফেসবুক পেজ থেকে দ্রিদিয়ের দ্রগবার মোনাজাতরত একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে,

সাবেক চেলসি ফুটবলার এবং বর্তমানে ফুটবল বিশ্লেষক Didier Drogba ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

আলহামদুলিল্লাহ

পোস্টটিতে ৮২৮ টি রিয়েক্ট করা হয়েছে ও কমেন্ট করা হয়েছে ৩০টি। তাছাড়া পোস্টটি শেয়ার করা হয়েছে ১৮ বার।

এমন দাবিতে আরও বেশকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে কী-ওয়ার্ড সার্চ করলে ৮ নভেম্বর ২০২২ তারিখে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC News এ প্রকাশিত Didier Drogba don convert to Muslim? শিরোনামে একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটিতে দ্রগবার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সত্য নয় বলে উল্লেখ করা হয়।

তাছাড়া দ্রগবার ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে করা একটি টুইটকে সংবাদটিতে রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে দ্রগবার ভেরিফাইড টুইটার একাউন্টে সার্চ দিয়ে দেখা যায় গত ৮ নভেম্বর দ্রগবা তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন যেখানে লেখা ছিল,

This story is going viral 😅 but I haven’t changed religion.

This was just me paying respect to my Muslim brothers i was visiting in my village. A moment of togetherness.

Much love and blessings to all 🙏🏾

অর্থাৎ

“এই গল্প ভাইরাল হচ্ছে। কিন্তু আমি ধর্ম পরিবর্তন করিনি।

আমি আমার গ্রামে বেড়াতে আসা আমার মুসলিম ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলাম। একতার মুহূর্ত। সকলের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।”

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, চেলসি ও আইভেরিকোস্ট লিজেন্ড দ্রিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।

তবে গুজবের সূত্রপাত হিসেবে বিবিসি নিউজে উল্লেখ করা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ডঃ মোহামেদ সালাহ নামের একজন মুসলিম ধর্মযাজক দ্রগবাকে মুসলমানদের মতো প্রার্থনা করার ছবি প্রকাশ করার পর এই খবর এসেছে। তিনি বলেছিলেন যে দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এভাবেই খবর ছড়িয়ে পড়ে।”

মূলত, আইভরিকোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা নিজ গ্রামের বাড়িতে মুসলিম বন্ধুদের প্রতি সম্মানস্বরূপ হাত তুলে দোয়া করার কিছু ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উক্ত ছবিগুলো ব্যবহার করে দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দ্রগবা নিজেই তার টুইটার অ্যাকাউন্টের এক টুইট বার্তায় জানান, তিনি তার ধর্ম পরিবর্তন করেননি। নিজ গ্রামের বাড়িতে মুসলিম বন্ধুদের প্রতি সম্মানস্বরূপ তিনি হাত তুলে দোয়া করছিলেন বলে টুইটে উল্লেখ করেন দ্রগবা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM