আন্তর্জাতিক

ভারতে ফল বিক্রেতার ভ্যান ভাংচুরের ঘটনাকে পাকিস্তানের বলে প্রচার!

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২২ ১১:৪৪ AM

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন ফল বিক্রেতার ভ্যান থেকে তরমুজ নিয়ে একের পর এক মাটিতে আছড়ে ফেলে নষ্ট করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে, পাকিস্তানে হিন্দু ফল বিক্রেতার তরমুজসহ ভ্যান গাড়িটি ভেঙ্গে ফেলেছে মুসলিম সম্প্রদায়ের লোকেরা। ভিডিওটির সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধানে নামে। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কি পাওয়া গেল।     

ভাইরাল তথ্যঃ

বাঙালি জেভিয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে গত এপ্রিল ১০, ২০২২ তারিখে এই ভিডিওটি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লিখা ছিল- পাকিস্তানে রমজান মাসে মসজিদের পাশে এক হিন্দু  বৃদ্ধ গরীব ফলওয়ালা তরমুজ বেচছিলো। Pissfull ধর্মের টুপি পরা দাড়িওয়ালা জেহাদিরা হিন্দুদের দোকান বয়কট করে দোকানির তরমুজ নষ্ট করে দেয়।

পোস্টটিতে ২৪১ টি রিয়েক্ট ও ৪৯টি কমেন্ট করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে ১৯ বার।  

তাছাড়া Prity Roy নামের অন্য একটি ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি এপ্রিল ১৩, ২০২২ তারিখে পোস্ট করে লিখা হয়, পাকিস্তানে হিন্দু ফল বিক্রেতার তরমুজসহ ঠেলা গাড়ি ভেঙ্গে ফেলা হল!

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের প্রথম ধাপ হিসেবে ভিডিওটি থেকে নেয়া একাধিক স্ক্রিনশট দিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে এপ্রিল ৯, ২০২২ তারিখে প্রকাশিত সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র Carts overturned, Muslim fruit sellers assaulted outside Hanuman temple in Karnataka অর্থাৎ ‘কর্ণাটকের হনুমান মন্দিরের বাইরে গাড়ি উল্টিয়ে মুসলিম ফল বিক্রেতাদের লাঞ্ছিত করা হয়েছে’ শিরোনামে এ সম্পর্কিত একটি প্রতিবেদন সামনে আসে। তাছাড়া প্রতিবেদনটিতে যুক্ত ছবিটির সাথে ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশটের হুবুহু মিল রয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, Muslim fruit vendors were reportedly harassed outside a Hanuman temple in Karnataka’s Dharwad city by members of the Sri Ram Sene group, who overturned the carts and threw the fruits on the road. অর্থাৎ কর্ণাটকের ধারওয়াড় শহরের হনুমান মন্দিরের বাইরে মুসলিম ফল বিক্রেতার গাড়ি উল্টে সমস্ত ফলমূল রাস্তায় ফেলে দেয় শ্রী রাম সেন গোষ্ঠীর সদস্যরা। 

তাছাড়া সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি ভেরিফাইড টুইটার একাউন্ট Express Bengaluru থেকে এপ্রিল ৯, ২০২২ তারিখে ভিডিওটি পোস্ট করে লিখা হয়, A group of Right-wing activists allegedly vandalised pushcarts belonging to at least four Muslim vendors, in Dharwad. The incident happened near Sri Nuggikeri Hanumantha temple. The activists, reportedly belonging to Sri Rama Sene, smashed hundreds of watermelons and coconuts অর্থাৎ “ধারওয়াদ এলাকায় একদল দক্ষিণপন্থী কর্মী অন্তত চারজন মুসলিম বিক্রেতার ঠেলাগাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ আছে। ঘটনাটি ঘটেছে শ্রী নুগিকেরি হনুমন্ত মন্দিরের কাছে। শ্রী রাম সেনের নেতাকর্মীরা শতাধিক তরমুজ ও নারকেল ভেঙ্গে ফেলে”

এছাড়া এপ্রিল ১০, ২০২২ তারিখে ভারতীয় সংবাদ মাধ্যম DNA এ ভিডিও সংক্রান্ত সংবাদ প্রকাশ করে শিরোনামে লিখেছে, Muslim fruit sellers harassed, carts vandalised outside Karnatakas Hanuman temple অর্থাৎ কর্ণাটকের হনুমান মন্দিরের বাইরে মুসলিম ফল বিক্রেতাদের হয়রানি, ভ্যান ভাঙচুর।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট করেই বলা যায়, পাকিস্তানে হিন্দু ফল বিক্রেতার তরমুজসহ ভ্যান গাড়িটি ভেঙ্গে ফেলার দাবিতে যে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে তা সত্য নয়। মূলত ভারতের কর্ণাটকের ধারওয়াড় শহরের হনুমান মন্দিরের বাইরে শ্রী রাম সেন গোষ্ঠীর সদস্যরা মুসলিম ফল বিক্রেতার গাড়ি উল্টে সমস্ত ফলমূল রাস্তায় ফেলে দেয়ার ভিডিওটি পাকিস্তানের ভিডিও বলে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM