আন্তর্জাতিক

মঙ্গলে এলিয়েনদের দরজার সন্ধানের বিষয়টি কতোটুকু সত্য?

প্রকাশ: মে ১৫, ২০২২ ০৬:২৩ AM

এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি মঙ্গল গ্রহে এলিয়েনদের ঘরের দরজা খুঁজে পাওয়ার এক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার (NASA) বরাত দিয়ে মঙ্গলের পৃষ্ঠে দরজা সদৃশ অবকাঠামোর একটি ছবিসহ ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে মঙ্গলে এলিয়েনদের দরজার সন্ধান পেয়েছে নাসা। এমন পোস্ট সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পাওয়া গেল।        

ভাইরাল তথ্যঃ

সম্প্রতি Ananda Bangla নামক ফেসবুক আইডি থেকে দেয়া একটি ভিডিও পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়,

মঙ্গলে এলিয়েনদের দরজার সন্ধান পেল নাসা? জল্পনা তুঙ্গে

তাছাড়া মে ১৩, ২০২২ তারিখে SHINE TV 24X7 নামের আরেকটি ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে লেখা হয়,   

মঙ্গলে এলিয়ানদের ঘরের দরজার খোঁজ পেল NASA!

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

বিষয়টি নিয়ে গুগল কী-ওয়ার্ড সার্চ ও ইমেজ সার্চের সহায়তায় অনুসন্ধান চালালে ভাইরাল হওয়া ছবিসহ অনেকগুলো নিউজ সামনে আসে।   

সেখান থেকে নাসার ওয়েবসাইটে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। গত মে ৭, ২০২২ তারিখে গ্রীনহেফ পেডিমেন্টে ভূতাত্ত্বিক ফিচার হিসেবে এই ছবিগুলো তোলা হয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ করা আছে। নাসার মাস্ট ক্যামেরা (Mastcam) দ্বারা গৃহীত রোভার কিউরিওসিটি (Rover Curiosity) সদ্য তোলা মঙ্গলের এই ছবি বিজ্ঞানীদের পাঠিয়েছে। প্রকাশিত সাদা-কালো ছবিটি এক পলক দেখে মনে হবে পাথরের গায়ে ঘরে ঢোকার দরজা।

তবে নাসার বরাত দিয়ে Digit News এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, 

After seeing the picture shared by NASA, some scientists believe that it is a pit made in the middle of the stone, which was filled with red clay. Due to the earthquake on Mars, the soil was broken and cleared and due to this the door started appearing. The place where this door is found is called Greenheugh Pediment.

অর্থাৎ,

নাসার প্রকাশিত ছবিটি দেখে কিছু বিজ্ঞানী জানিয়েছে, এটি পাথরের মাঝখানে তৈরি একটি গর্ত যা লাল কাদামাটি দিয়ে ভরা ছিল। মঙ্গলে ক্রমাগত ভূমিকম্পের জেরে মাটি ভেঙ্গে পরিষ্কার হতে থাকে এবং এর ফলে দরজার মত অংশটি দেখা দেয়। যেখানে এই আকৃতিটি দেখতে পাওয়া গিয়েছে, সেটা Greenheugh Pediment নামে পরিচিত।

সাধারণ মানুষেরা এই ধরণের অনুসন্ধানকে সবসময়ই এলিয়েনদের সঙ্গে যুক্ত করে ফেলে। যদিও নাসা বলেছে যে আমাদের এই ধরনের গল্প থেকে দূরে থাকতে হবে।    

তাছাড়া গত বছর চীনের ইউটু-২ রোভার চাঁদে একটি বর্গাকার কিউব আকৃতির চিত্র দেখেছিল।  

সে সময় EarthSky এর এক প্রতিবেদনে বিষয়টির বিশ্লেষণ প্রকাশ করা হয় এবং কিউব আকৃতির বস্তুটিকে

বলা হচ্ছিল এলিয়েনস হাট। তবে তদন্তের পর দেখা গেল এটি একটি পাথর মাত্র। আলোর কারণে একে ঘনক আকৃতি কুঁড়েঘরের মতো দেখাচ্ছিল।  

সে কারণেই মঙ্গল গ্রহে পাওয়া ‘এলিয়েনের দরজা’ও তদন্তের বিষয়। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাসা এমন ছবি উপভোগ করতে বলেছে। কারণ মঙ্গল গ্রহে এমন অনেক কিছু আছে যা মানুষ জানে না। তাছাড়া এ ধরনের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও বিষয়ে গুজব ছড়ানো ঠিক নয়। তাই মঙ্গলে এলিয়েনদের দরজার সন্ধান মর্মে যে দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।       

 

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM