আন্তর্জাতিক

মুসলিম যুবকদের ছবি বিভ্রান্তিকর দাবিসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল!

প্রকাশ: এপ্রিল ২৪, ২০২২ ০৫:৫৩ AM

কয়েকজন মুসলিম যুবক হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বিকৃত করে ব্যাখ্যার মাধ্যমে সনাতন ধর্মকে কলুষিত করছে দাবি করে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, একটি পাঠাগারে কয়েকজন মুসলিম যুবকের সামনে হিন্দু মুসলিম উভয় ধর্মের বই রয়েছে এবং তাদের অনেকেই সেগুলো পড়ছে আবার অনেকেই লিখছে। এই ছবিটি প্রচারের মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে উপরোক্ত দাবি করলে নেটিজেনদের মধ্যে নানারূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমতাবস্থায় দ্রুত অনুসন্ধানে নামে চেক ফ্যাক্ট টিম। আসুন দেখে নেই অনুসন্ধান থেকে কি তথ্য উপাত্ত পেলাম আমরা।

ভাইরাল তথ্যঃ

২০ মার্চ ২০২২ তারিখে হিন্দুত্ববাদী কন্ঠস্বর নামক ফেসবুক আইডি থেকে একটি ছবি শেয়ার করা হয়। যার ক্যাপশন ছিল,

‘ছলে, বলে ও কৌশলে। আজকাল জিhaদিরা বেদ, উপনিষদ ও গীতা লিখছে, তাদের উদ্দেশ্য ভুল ব্যাক্ষা করে সনাতন ধর্মকে কলুষিত করা... এটাও জিhaদিদের নমুনা।

হ র ফ প্রকাশনীর বই ,কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে এইসব বই আজও থেমে নেই আগ্রাসন !

হিন্দু ধর্ম কে অপমান করতে, Moল্লারা হিন্দুদের ভুলভাল ব্যাখ্যা করা বেদের রেফারেন্স দিয়ে ভুল বোঝানো হবে।

বলা হবে বেদে হিন্দুদের গরু খাওয়া র কথা বলা আছে।এইভাবে ভুল তথ্য দিয়ে সনাতন ধর্মকে কলুষিত করবে।

তাই সময় থাকতে হিন্দুদেরকে সতর্ক থাকা উচিত, জিhaদিদের ছল বল ও কৌশল থেকে না হলে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ খুবই ভয়ংকর হবে।

👉ভালো করে দেখুন

🚩জয় শ্রী রাম🔱’

এই সংক্রান্ত আরও পোস্ট দেখতে ক্লিক করুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানে নেমে আমরা ছবিটি রিভার্স সার্চ করে ছবিটির মূল সূত্র খুঁজে বের করার চেষ্টা করি। দেখা যাচ্ছে ছবিটি পুরোনো। ২০১৪ সালের এপ্রিল মাসে দ্য হিন্দু পত্রিকা এই ছবিটিসহ একটি প্রতিবেদন আমরা খুঁজে পাই। যার শিরোনাম ছিল, Best of both worlds যার অর্থ দাঁড়ায়,  ‘দুই ভুবনের সেরা

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়,

at Al Mahadul Aali Al Islami studying the Vedas to understand the common attributes in Islam and Hinduism. This seminary has more than 1000 books on other religions at Hyderabad.

‘আল মাহাদুল আলি আল ইসলামির ছাত্ররা ইসলাম এবং হিন্দু ধর্মের সাধারণ বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য বেদ অধ্যয়ন করছে। হায়দ্রাবাদের এই সেমিনারিটিতে অন্যান্য ধর্মের উপর ১০০০ টিরও বেশি বই রয়েছে।‘

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,

The idea is to nurture students who have a good grounding in both religious and modern education. , says Maulana Rahmani, who is also the secretary of All India Muslim Personal Law Board.

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মাওলানা রহমানি বলেন, এখানে এমন ছাত্রদের লালনপালন করা হয় যাদের ধর্মীয় এবং আধুনিক শিক্ষা উভয় ক্ষেত্রেই ভাল ভিত্তি রয়েছে।‘

প্রতিবেদন অনুসারে, ছবিটিতে হায়দ্রাবাদের একটি ইসলামিক ইন্সিটিটের লাইব্রেরিতে ছাত্ররা ইসলাম এবং হিন্দু ধর্মের সাধারণ বৈশিষ্ট্যগুলি বুঝার জন্য বেদ অধ্যয়ন করছে৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে লাইব্রেরিটি আল মাহাদুল আলি আল ইসলামী সেমিনারির অন্তর্গত। এবং এতে অনান্য ধর্মের এক হাজারেরও বেশি বই রয়েছে।  

উপরোক্ত তথ্যের মাধ্যমে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয়েছে যে, ভাইরাল হওয়া ছবিতে মুসলিম যুবকদের হিন্দু ধর্মীয় ধর্মগ্রন্থ পুনঃলিখন করার দাবি অসত্য। হায়দ্রাবাদের আল মাহাদুল আলি আল ইসলামি ইন্সিটিউটের ছবি দেখানো হয়েছে যেখানে ছাত্ররা ছাত্ররা বিভিন্ন ধর্মের চর্চা করছে।

সুতরাং মুসলিম যুবকদের হিন্দু ধর্মীয় বই বিকৃতির বিষয়টি মিথ্যা। তাই টিম চেক ফ্যাক্ট ভাইরাল হওয়া ছবি এবং দাবিটি অসত্য বলে চিহ্নিত করছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM