আন্তর্জাতিক

ভারতীয় জাতীয় সংগীতকে বিশ্বসেরা ঘোষণা করা হয়েছে?

প্রকাশ: এপ্রিল ২৬, ২০২২ ০৬:১১ AM

ভারতীয় জাতীয় সংগীতকে বিশ্বসেরা ঘোষণা করেছে ইউনেস্কো শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টটি সামনে আসার পর অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।  

ভাইরাল তথ্যঃ

হৃদি রাইবিলাসিনী নামের একটি ফেসবুক আইডি থেকে ভারতীয় জাতীয় সংগীতের একটি ভিডিও পোস্ট করা হয়, যার ক্যাপশনে লেখা হয়,  

বিশ্বের সেরা জাতীয় সংগীতের শিরোপা ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন

জয় হিন্দ

শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন

এছাড়া Mitali Ghosh নামের অন্য একটি আইডি থেকেও একটি গ্রাফিকাল কন্টেন্ট শেয়ার করা হয় যাতে লেখা আছে,  

একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত, আমাদের জাতীয় সঙ্গীত জন গন মন অধিনায়ক জয় হে- কে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষনা করলো UNESCO

ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে UNESCO কর্তৃক ভারতীয় জাতীয় সংগীতকে বিশ্বসেরা ঘোষণার কোন নিউজ বা আর্টিকেল খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া UNESCO এর ওয়েবসাইটেও বিশ্বের সেরা জাতীয় সংগীত সম্পর্কে কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।

কিন্তু টিম চেক ফ্যাক্ট গুগল কী ওয়ার্ড সার্চের মাধ্যমে FAKE ALERT: No, UNESCO did not declare Indian national anthem "best in the world' শিরোনামে Times OF India’র ১৯ আগস্ট ২০১৯ সালের একটি প্রতিবেদন খুঁজে পায়।  

প্রতিবেদনে বলা হয়, আলোচ্য দাবিটি ছড়িয়ে পরলে ইন্ডিয়া টাইমস এর পক্ষ থেকে ইউনেস্কোর পাবলিক ইনফরমেশন ব্যুরোর প্রধান সু উইলিয়ামস'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "এরকম কোন পুরস্কার ঘোষণা করা হয়নি।" ভারতের বেশ কয়েকটি ব্লগে এই গল্পটি ছড়িয়ে পড়ার বিষয়েও তারা অবগত উল্লেখ করে উইলিয়ামস ইন্ডিয়া টাইমসকে জানান, ইউনেস্কো ভারত বা কোনও দেশের সংগীত সম্পর্কে এমন কোনও ঘোষণা দেয়নি।

এছাড়া 2016: Top 10 fake news forwards that we (almost) believed  শিরোনামে ডিসেম্বর ২৭, ২০১৬ তারিখে প্রকাশিত The Indian Times এর একটি প্রতিবেদনে বলা হয়,  ২০১৬ সালে ভারতের সর্বাধিক ছড়িয়ে পড়া ১০ টি গুজবের মধ্যে একটি হলো ইউনেস্কো কর্তৃক ভারতীয় জাতীয় সংগীতকে বিশ্বসেরা ঘোষণা করা।   

 

পাশাপশি ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর "'India anthem' email false: Unesco" শিরোনামে প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। এই প্রতিবেদনেও বলা হয়, ইউনেস্কো ভারত বা কোনও দেশের সংগীত সম্পর্কে এমন কোন ঘোষণা দেয়নি।

এছাড়া India.com নামের একটি ভারতীয় সংবাদ সংস্থাও  ইউনেস্কো কর্তৃক ভারতীয় জাতীয় সংগীতকে বিশ্বসেরা ঘোষণা করার দাবিটিকে মিথ্যা বলে একটি ফ্যাক্ট চেক প্রকাশ করে।

মূলত ২০০৮ সাল থেকেই “ভারতীয় জাতীয় সংগীতকে ইউনেস্কো বিশ্বসেরা ঘোষণা করেছে” দাবিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংবাদ প্রচার হতে থেকে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে বিবেচিত করেছে খোদ ইউনেস্কো।

সুতরাং ভারতের জাতীয় সংগীতকে ইউনেস্কো কর্তৃক বিশ্বসেরা ঘোষণার দাবিটি সঠিক নয়।

তাই আগে সত্য জানুন তারপর প্রচার করুন।        

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM