আন্তর্জাতিক

কয়েক লাখ মানুষকে সত্যিই সাইবেরিয়া তাড়িয়ে দিয়েছিলেন জোসেফ স্তালিন ?

প্রকাশ: এপ্রিল ২৭, ২০২২ ১০:৪৯ AM

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান সময়ে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন আইডি থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে সোভিয়েত আমলে জোসেফ স্তালিন জনগণের উপর যে  নিষ্ঠুর আচরণ করেছিলেন, ছবিটি সে সম্পর্কিত। এমন ছবি সামনে আসার পরে এর সত্যতা অনুসন্ধান করে টিম চেক ফ্যাক্ট। আসুন দেখি অনুসন্ধানে কি তথ্য পেলাম আমরা।  

ভাইরাল তথ্যঃ

৭ এপ্রিল ২০২২ তারিখে কাফি কামাল নামক ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "সোভিয়েত আমল স্তালিনের নিষ্ঠুরতা’’ এবং ছবিটির নিচে লিখা ছিলো ‘’১৯৪৪ সালের ফেব্রুয়ারিতে প্রচন্ড ঠান্ডার মধ্যে চেচনিয়া ইয়াঙ্গুশ অঞ্চলের কয়েক লাখ মানুষকে সাইবেরিয়ায় তাড়িয়ে দেয় জোসেফ স্তালিনের সরকার"   

তাছাড়া maksym.eristavi নামের একটি টুইটার একাউন্ট থেকেও উক্ত ছবিটি শেয়ার করে ’১৯৪৪ সালে মস্কোর জাতিগত সহিংসতা এবং অসংখ্য নাগরিকদের নির্বাসনে যাওয়ার ছবি বলে টুইট করা হয়েছে।

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

“সোভিয়েত আমল ও স্তালিনের নিষ্ঠুরতা” শীর্ষক দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা সত্য মিথ্যা যাচাইয়ে টিম চেক ফ্যাক্ট সাহায্য নেয় গুগল সার্চ ইঞ্জিন এবং রিভার্স ইমেজ সার্চের। অনুসন্ধানের শুরুতেই ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে "Ordered to Forget" নামের একটি সিনেমার ইউটিউব লিংক সামনে আসে। লিংকটিতে প্রবেশ করলে দেখা যায় ১ ঘন্টা ৩১ মিনিটের সিনেমার ১ ঘন্টায় দেখানো দৃশ্যটি হুবুহু ভাইরাল ছবিটির সাথে মিলে যায়।  

পরবর্তীতে "Ordered to Forget" গুগলে সার্চ করে দেখা যায়, রাশিয়ান এই সিনেমাটি মূলত ১৯৪৪ সালে চেচেনিয়া ও ইয়াঙ্গুসের শরণার্থীদের উপর তৈরি করা হয়েছিলো এবং এটি মুক্তি পেয়েছিলো ২১ জুন, ২০১৪ তারিখে। সিনেমাটির পরিচালক Hussein Erkenov।  

পরবর্তীতে "Ordered to Forget" গুগলে সার্চ করে দেখা যায়, রাশিয়ান এই সিনেমাটি মূলত ১৯৪৪ সালে চেচেনিয়া ও ইয়াঙ্গুসের শরণার্থীদের উপর তৈরি করা হয়েছিলো এবং এটি মুক্তি পেয়েছিলো ২১ জুন, ২০১৪ তারিখে। সিনেমাটির পরিচালক Hussein Erkenov।  

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM