আন্তর্জাতিক

ছবিটি কি বেইজিং শহরে পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের ?

প্রকাশ: মে ১৪, ২০২২ ০৯:১৩ AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়, যেখানে যানজট হওয়া এক ব্যস্ততম বহু লেনের রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। 'দ্য আর্থ বাংলা ডট কম' এর ওই ছবির নীচের অংশে বোল্ড করে লেখা  "এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফির জ্যামের ছবি, যা ঘটেছিল চীনের বেইজিং শহরে। এর দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ কিলোমিটার এবং এর স্থায়িত্ব ছিল পুরো ১২ দিন!!" পোস্টটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পাওয়া গেল। 

ভাইরাল তথ্যঃ

মার্চ ১৯, ২০২২ তারিখে Joynal Abedin নামক ফেসবুক আইডি থেকে গ্রাফিক ছবিটি পোস্ট করা হয়,

ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে 

 চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট গুগলে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করে চীনের বেইজিং শহরে এরকম কোন ট্রাফিক জ্যাম হয়েছিল কিনা। পরবর্তীতে সংবাদমাধ্যম ’এবিসি নিউজের ২০১০ সালের ৩ সেপ্টেম্বর তারিখের প্রতিবেদন খুঁজে পায় যেখানে বলা হয় ২০১০ সালের ১৭ শে আগষ্ট চীনের বেইজিং শহরের হাইওয়েতে প্রায় ১২০ কিলোমিটারের জ্যাম লেগেছিল। ১১ দিনের জন্য যানজট অব্যাহত হয়েছিল। বেজিং তিব্বত এক্সপ্রেসওয়ের অধীন ওই রাস্তার মাধ্যমে অন্তর্দেশীয় মোঙ্গোলিয়া থেকে কয়লা, আকরিক আনা হয় ভারি ট্রাকের মাধ্যমে; ওই সড়ক পথে পরিবাহিত হয় সবজি ও ফল।

ইংরেজি দৈনিক Daily mail ২৫ আগষ্ট, ২০১০ সালে তাদের এক প্রতিবেদনে চীনের এই বেইজিং শহরের জ্যামের বিভিন্ন ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিগুলোর সাথে ছবির সাথে ভাইরাল ছবিটির কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায় নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ছবিটি চীনের কোন জ্যামের ছবি নয়।

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ছবিটির মূল উৎস খুঁজে পেতে রিভার্স ইমেজ সার্চ করলে ’greenspun’ নামের এক ওয়েবসাইটে একই আকারের রাস্তার ছবি খুঁজে পায়। ছবিটির বিস্তারিত অংশে জানা যায় ছবিটি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরের আই-৪০৫ রোডের। ছবিটি গ্রিটি সেন্টার থেকে তোলা হয়েছে এবং এই ছবির চিত্রগ্রাহক হলেন ফিলিপ গ্রিনস্পুন।

এছাড়া স্টক ইমেজ সংস্থা Flickr -এর ছবি গ্যালারীতে অন্য দিক থেকে তোলা এই রাস্তার দুটি ছবি খুঁজে পাওয়া যায়। এখানেও রাস্তাটিকে লস এঞ্জেলস শহরের আই-৪০৫ হাইওয়ে বলে ব্যাখ্যা দেওয়া হয়।

পরবর্তীতে ভাইরাল ছবি ও মূল ছবি পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ছবিটির স্থান ও রাস্তা একই হলেও ভাইরাল ছবিটিতে অধিক সংখ্যক গাড়ির অবস্থান প্রতীয়মান। অর্থাৎ জ্যামের অবস্থা তীব্রতর প্রকাশের লক্ষ্যে ভাইরাল ছবিটিতে ফটোশপের মাধ্যমে অধিকসংখ্যক গাড়ি যুক্ত করা হয়েছে।

চীনের এই জ্যাম কি পৃথিবীর সবচেয়ে বড় জ্যাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে টিম চেক ফ্যাক্ট ’গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ -এর ওয়েবসাইটে গেলে দেখতে পায় এখন অব্দি দূরত্বের ভিত্তিতে সবচেয়ে বড় জ্যামটি লেগেছিল ১৯৮০ সালের ১৬ জানুয়ারী তারিখে ফ্রান্সে এবং গাড়ি সংখ্যার ভিত্তিতে জার্মানিতে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, পৃথিবীর সবচেয়ে বড় জ্যাম চীনের বেইজিং এ হয়নি এবং ভাইরাল ছবিটিও চীনের কোন জ্যামের ছবি নয়। মূলত আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরের একটি রাস্তার ছবিকে সম্পাদিত করে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM