আন্তর্জাতিক

ভিডিওটি কি রাণী দ্বিতীয় এলিজাবেথের আফ্রিকানদের মাঝে খাবার ছিটিয়ে দেয়ার

প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:৪৬ AM

গত ৮ সেপ্টেম্বর,২০২২ তারিখে মারা গেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ আফ্রিকান শিশুদের মাঝে খাবার ছিটিয়ে দিচ্ছেন। অনেকেই রানী দ্বিতীয় এলিজাবেথকে ঘৃনা জানিয়ে ভিডিওটি ফেসবুকে শেয়ার করছেন। ভিডিওটি সামনে আসলে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

৮ সেপ্টেম্বর,২০২২ তারিখে Al Quran নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

এই সেই জালিম রাণী, যার মৃত্যুকে নিয়ে কিছু মুসলিমরাও শোকাহত

এই সেই জালিম রাণী, যার মৃত্যুকে নিয়ে কিছু মুসলিমরাও শোকাহত

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে iconauta নামের ইউটিউব চ্যানেলে Indo-Chine: Annamese Children Picking up cash in front of the ladies pagoda শিরোনামে ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির বিবরণীতে বলা হয়,

ভিডিওটি ফরাসি চলচ্চিত্রকার গ্যাব্রিয়েল ভেয়ার নির্মিত একটি চলচ্চিত্রের অংশ। চলচ্চিত্রটিতে ভিয়েতনামের গভর্নর জেনারেল জোসেফ অথানেস পল ডুমারের স্ত্রী ও কন্যা গ্যাব্রিয়েল ভেয়ারের অভিনয় করেন। অভিনয়ের একটি দৃশ্যে তাঁরা উপস্থিত জনসাধারণের মাঝে পয়সা ছিটিয়ে দিয়েছিলেন। ভিডিওটি ১৯০১ সালে ফ্রান্সে প্রদর্শিত হয়। ইউটিউবে প্রাপ্ত ভিডিওটির সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির সম্পুর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

Annamese Children Picking up cash in front of the ladies’ pagoda

পরবর্তীতে ইউটিউবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে Enfants annamites, Gabriel Veyre শিরোনামে উইকিমিডিয়ায় একটি নিবন্ধ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। নিবন্ধে বলা হয়,

৮৯৯-১৯০০ সালের কোনো সময় ফরাসি চলচ্চিত্র নির্মাতা গ্যাব্রিয়েল ভেয়ার ভিয়েতনামের ফরাসি উপনিবেশ ভ্রমণ করেন সেখানে তিনি প্রায় ৩৯টি ভিডিও এবং কিছু স্থিরচিত্র ধারণ করেছিলেন ভিডিওটি ১৯০১ সালে ফ্রান্সে Indo-Chine: Annamese Children Picking up cash in front of the ladies pagoda শিরোনামে প্রদর্শিত হয়েছিল

উল্লেখ্য, ইউকিমিডিয়ার নিবন্ধেও ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Enfants annamites, Gabriel Veyre

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ভিডিওটি মূলত Indo-Chine: Annamese Children Picking up cash in front of the ladies’ pagoda শিরোনামে ১৯০১ সালে প্রচারিত একটি চলচ্চিত্রের। অপরদিকে, ব্রিটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথ ২১শে এপ্রিল ১৯২৬ সালে জন্মগ্রহণ করেছেন। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটির সাথে রাণী  এলিজাবেথের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাণী দ্বিতীয় এলিজাবেথের আফ্রিকানদের মাঝে খাবার ছিটিয়ে দেয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM