আন্তর্জাতিক

বিবস্ত্র করে হেনস্তার ভিডিওটি কি শ্রীলংকার তথ্যমন্ত্রীর?

প্রকাশ: মে ১১, ২০২২ ১০:৩৬ AM

চরম অর্থনৈতিক সংকটে উত্তাল শ্রীলংকা। বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তারপরেও ক্ষমতাসীনদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছেই। প্রধানমন্ত্রী সমর্থিত উচ্চপদস্ত ব্যক্তিদের প্রকাশ্যে নাস্তানাবুদের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলংকার তথ্যমন্ত্রীকে বিবস্ত্র করে হেনস্তার দাবিতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। তবে প্রকাশিত ভিডিওতে বিস্তারিত কোন বর্ণনা না থাকায় টিম চেক ফ্যাক্ট ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায়।         

ভাইরাল তথ্যঃ

গত মে ১০, ২০২২ তারিখে ভিপি তুষার নামক ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে উল্লেখ করা হয়,   

শ্রীলংকান তথ্যমন্ত্রী, যিনি কথায় কথায় স্বাধীনতা বিরোধিতাকারী যাতে সুযোগ নিতে না পারে বলে টিভিতে ভাষন দিতেন আজ তারে ল্যাংটা করে দৌড়ায়ে দৌড়ায়ে মারলো জনতা 😭

একই ব্যক্তির আরও একটি ছবি দিয়ে Shah Dewan Rakib নামক ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়,  

শ্রীলংকান তথ্যমন্ত্রী যিনি গণমাধ্যমে নিয়মিত মিথ্যাচার করতেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আরও পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

বিষয়টি নিয়ে গুগল কী-ওয়ার্ড সার্চ ও ইমেজ সার্চের সহায়তায় অনুসন্ধান চালালে ভাইরাল হওয়া ভিডিওসহ অনেকগুলো নিউজ সামনে আসে।  

Hiru News নামক শ্রীলংকান এক টিভি প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করা হয়,  

අගමැතිට සහාය පළ කිරීමට ආ මහින්ද කහඳගමගේ මුහුණ දුන් ඉරණම

ইংরেজি অনুবাদ

The fate of Mahinda Kahandagama who came to support the Prime Minister

অর্থাৎ, প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে আসা মাহিন্দা কাহান্দগামার ভাগ্য

এই পোস্টের মাধ্যমে ভিডিওর ব্যক্তির নাম মাহিন্দা কাহান্দাগামা বলে নিশ্চিত হওয়া যায়। বিস্তারিত জানতে তার নামে গুগল কী-ওয়ার্ড সার্চ করলে শ্রীলংকান ইংরেজি পত্রিকা DailyMirror SL এর এপ্রিল ৯, ২০২২ তারিখের একটি টুইটার পোস্ট সামনে আসে।

ভাইরাল হওয়া ভিডিওটিসহ পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়,   

Mahinda Kahandagama, President of the Colombo Municipal Councilors 'and Employees' Union of the Sri Lanka People's Front (SLPP) participated in a protest rally in front of the Temple Trees Gate this morning in support of President Mahinda Rajapaksa.

অর্থাৎ

শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (SLPP) কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলরস অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মাহিন্দা কাহান্দাগামা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থনে আজ সকালে টেম্পল ট্রিস গেটের সামনে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

এই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়া যায় ভাইরাল ভিডিওর ব্যক্তিটি মাহিন্দা রাজাপক্ষের সমর্থক। তবে ভাইরাল পোস্টে মাহিন্দা কাহান্দগামারকে শ্রীলংকার তথ্যমন্ত্রী দাবি করে হেনস্থার ভিডিওটি সামনে আসায় টিম চেক ফ্যাক্ট বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চালায়। 

২০২০ সালের ১২ আগস্ট রাজাপক্ষের সর্বশেষ গঠিত মন্ত্রীসভা পর্যালোচনা করলে তথ্যমন্ত্রী হিসেবে কেহেলিয়া রামবুকওয়েলার নাম দেখা যায়।  

তাছাড়া ২০২০ সালের শ্রীলংকার সরকারি নিউজ পোর্টালে  প্রকাশিত একটি www.news.lk প্রতিবেদনে উল্লেখ করা হয়,

Kandy District MP Keheliya Rambukwella has been appointed as the Minister of Mass Media in the new Cabinet.  The ministers of the new government took oath before President Gotabhaya Rajapaksa at a swearing-in ceremony this morning. 

অর্থাৎ,

ক্যান্ডি জেলার সাংসদ কেহেলিয়া রামবুকওয়েলাকে নতুন মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সরকারের মন্ত্রীরা আজ সকালে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি গোতাভায়া রাজাপক্ষের সামনে শপথ নেন।

প্রসঙ্গত, ভিডিওতে ভাইরাল হওয়া ব্যক্তি মাহিন্দা কাহান্দগামার নামের কোন মন্ত্রীর অস্তিত্ব শ্রীলংকার মন্ত্রীসভায় খুঁজে পাওয়া যায়নি।    

তবে মাহিন্দা কাহান্দগামারকে নিয়ে কী-ওয়ার্ড সার্চ করলে তার কাজ সম্পর্কে কিছু তথ্য সামনে আসে । ২০১৫ সালে শ্রীলংকার www.newsfirst.lk একটি পত্রিকার প্রতিবেদনে মাহিন্দা কাহান্দগামারকে শ্রীলংকার ‘Chairman of the Federation of Self Employees’ অর্থাৎ ‘কর্মচারী ইউনিয়নের সভাপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।  

 

সুতরাং উপরোক্ত সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তি মাহিন্দা কাহান্দগামার শ্রীলংকার বিদায়ী প্রধানমন্ত্রী রাজাপক্ষের সমর্থক। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। তিনি শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (SLPP) কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলরস অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। তাই ভাইরাল হওয়া ভিডিওতে হেনস্থার শিকার মাহিন্দা কাহান্দগামার নামক ব্যক্তিকে শ্রীলংকার তথ্যমন্ত্রী হিসেবে প্রচার করার দাবিটি বিভ্রান্তিকর।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM