আন্তর্জাতিক

নাসার বিজ্ঞানীর তোলা চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি এটি?

প্রকাশ: মে ১৬, ২০২২ ১১:৩৫ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদের একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া চাঁদের সেই ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, এটি চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি এবং ছবিটি তুলেছেন নাসার একজন বিজ্ঞানী। এমন দাবিতে পোস্টগুলো সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।        

ভাইরাল তথ্যঃ    

মে ১১, ২০২২ তারিখে Imran Ansani নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, 

চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি। ছবিটি নাসার এক বিজ্ঞানী তুলেছেন। মূল ছবিটি প্রায় ৭৪ জিবি!!

ফেসবুকে এরকম আরো পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবিটি খোঁজার জন্য গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে টিম চেক ফ্যাক্ট আন্তর্জাতিক গণমাধ্যম New York Post এ মে ৫, ২০২০ তারিখে “Astrophotographer creates clearest-ever image of the moon শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে Andrew McCarthy নামের একজন আমেরিকান অ্যাস্ট্রোফটোগ্রাফারের তোলা অনেকগুলো চাঁদের ছবির সমন্বয়ে তৈরি একটি ছবিকে চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি উল্লেখ করা হয়েছে। অ্যান্ড্রু ম্যাকার্থি’র এই চাঁদের ছবিটি মূলত হাজারেরও বেশি চাঁদের ছবির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।  

কিন্তু New York Post এ চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি হিসেবে প্রকাশিত অ্যাস্ট্রোফটোগ্রাফার অ্যান্ড্রু ম্যাকার্থি’র ছবির সাথে ভাইরাল ছবিটির কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি।  

পরবর্তীতে ভাইরাল ছবিটির মূল উৎস খুঁজে পেতে টিম চেক ফ্যাক্ট রিভার্স ইমেজ সার্চ করলে ছবিটি ইনস্টাগ্রামে Astronophilos নামক একটি একাউন্টে খুঁজে পাওয়া যায়। একাউন্টটি এন্থনি সালসি নামক এক ব্যক্তির যিনি নিজের পরিচয় দিয়েছেন "বিজ্ঞানী" হিসেবে। ২০২১ সালের ১৪ই মার্চ এই ছবিটি তিনি পোস্ট করেছেন।   

 

এই ছবিটি ছাড়াও তার একাউন্টে বিভিন্ন ধরণের চাঁদের ছবির পোস্ট দেখতে পাওয়া যায়।   

পরবর্তীতে এন্থনি সালসির ফেসবুক একাউন্ট থেকে জানা যায় তিনি একজন ফরাসি মহাকাশ গবেষক এবং আলোকচিত্রী। কিন্তু কোথাও তিনি নিজেকে নাসার সঙ্গে যুক্ত বলে দাবি করেননি।  

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ফেসবুকে ভাইরাল ছবিটি নাসার কোনো বিজ্ঞানীর তোলা ছবি নয়। উক্ত ছবিটি ফরাসি এক মহাকাশ আলোকচিত্রশিল্পী ৪২,০০০ চাঁদের ছবির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করেছেন।

তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।     

    

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM