আন্তর্জাতিক

ফিলিস্তিনের ছবি ভারতের সাম্প্রদায়িক সহিংসতার নামে ভাইরাল!

প্রকাশ: এপ্রিল ২৫, ২০২২ ১০:০৩ AM

সম্প্রতি রাম নবমী এবং হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও এবং ছবি ভাইরাল  হয়েছে যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলকে পাথর ছুড়তে দেখা যাচ্ছে। এরই মধ্যে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে কিছু নারীকে মুখ ঢেকে গুলতি হাতে পাথর ছুড়তে দেখা যায়।  

 

ভাইরাল তথ্যঃ

১৬ এপ্রিল ২০২২ তারিখে हरिनाम_केवलं নামক একটি টুইটার একাউন্ট থেকে নিম্নোক্ত পোস্ট করা হয়।  भारत सरकार की स्वपोषित अल्पसंख्यक मंत्रालय से उच्च शिक्षा प्राप्त मुस्लिम बहने ।। कोटि कोटि नमन 🙏🙏

অর্থাৎ টুইটে দাবি করা হচ্ছে, ভারতের মুসলিম মেয়েদের পাথর ছুড়তে দেখা যাচ্ছে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা অনুসন্ধানে গুগল রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তির সহায়তা নেয় টিম চেক ফ্যাক্ট ইমেজ সার্চের মাধ্যমে আমরা জানতে পারি যে এই ছবিটি মূলত ২০১৫ সাল থেকে ইন্টারনেটে আছে।  

আমরা ২০১৫ সালের অক্টোবর মাসে আরবি ভাষায় পোস্ট করা একটি টুইট খুঁজে পাই যেখানে এই ছবিটি রয়েছে। ছবিটির ক্যাপশন বাংলায় রুপান্তরিত করলে সেখানে এটি ফিলিস্তিনের ছবি বলে উল্লেখ রয়েছে দেখা যায়।

এই ছবিটি আমরা আরও দুইটি নিউজ ওয়েবসাইটে খুঁজে পাই।

২০১৫ সালে alwatanvoice.com নামক নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনে ما هي أقل عقوبة لراشقي الحجارة التي صادق عليها الكنيست الاسرائيلي اليوم!! যার বাংলা অর্থ দাঁড়ায়, পাথর নিক্ষেপকারীদের জন্য সর্বনিম্ন শাস্তি কি আজ ইসরায়েলি নেসেট দ্বারা অনুমোদিত! শিরোনামে এই ছবিটি পাওয়া যায়।

তাছাড়া stopthewall.org নামক অন্য আরেকটি ওয়েব পোর্টালে ২০১৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই একই ছবি খুঁজে পাওয়া যায়। যার শিরোনাম ছিল, Resistance and Repression in Palestine. অর্থাৎ প্যালেস্টাইনে প্রতিরোধ নিপীড়ন।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্টভাবে বলা যায় যে, ভাইরাল ছবিটি ভারতের নয়, প্যালেস্টাইনের এবং ছবিটি কমপক্ষে সাত বছরের পুরোনো। তাই, ২০১৫ সালের এই ভাইরাল  ছবির সঙ্গে ভারতের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM