আন্তর্জাতিক

'পুতিন পাব' বারের নাম পরিবর্তন করে 'জেলেনস্কি পাব' রাখার দাবি!

প্রকাশ: মে ১১, ২০২২ ০৮:৩৩ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জেলেনেস্কি পাব’ নামক একটি বারের ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে । ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে জেরুজালেমে অবস্থিত ভ্লাদিমির পুতিনের নামে যে পুতিন পাব নামক বার ছিলো তা পরিবর্তন করে জেলেনেস্কি পাব রাখা হয়েছে। পোস্টটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ৭ মার্চ টুইটারের চীনা সংস্করণ ওয়েইবো পোস্টে ফরাসি হুইস্পার (法兰西微语) নামক আইডি তে চীনা ভাষায় পোস্ট করা হয় যে , 耶路撒冷的一家酒吧改名,原来叫“普京”, 现在叫泽连斯基 যার অনুবাদকৃত অর্থ দাঁড়ায়, ‘জেরুজালেমের একটি বারের নাম পরিবর্তন করেছে। এটিকে ‘পুতিন পাব’ ডাকা হত। এখন এটি ‘জেলেনস্কি পাব’।

পোস্টের ছবিতে দেখা যায়, একটি দরজার ওপর লেখা রয়েছে ‘জেলেনস্কি পাব’।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর পোস্টটি ব্যাপকহারে শেয়ার হয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। বিদেশি প্রতিষ্ঠানগুলো রাশিয়ার গুটিয়ে নিচ্ছে ব্যবসা। অনেক ব্যবসা প্রতিষ্ঠান রাশিয়া বা পুতিনের সঙ্গে যায় এমন আইটেমে বদল আনছে। অনেকে নাম মুছে ফেলছেন, কেউ আবার পুনঃনামকরণ করছেন।

এমন কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে রিভার্স ইমেজ সার্চ করলে গুগল ম্যাপে জেরুজালেমে ‘পুতিন পাব’ নামে বারের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিতে ‘পুতিন পাব’ লেখা সংবলিত একই রকম দরজা দেখা যায়। ছড়িয়ে পড়া ছবিতে যে ভবনের সামনের অংশ দেখা যায়, সেই ভবনের সঙ্গেও হুবহু মিল আছে।

এছাড়া ফেসবুকে Generation Pub JLM নামক পেজেও Putin Pub নামক বারের ছবি দেখা যায়।

এছাড়া ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইসরায়েলি সংবাদ সংস্থা-মাইনেট এর অফিশিয়াল টুইটার একাউন্টে একটি টুইট খুঁজে পায় , যেখানে বলা হয় একটি বারের নাম থেকে পুতিন শব্দটি ফেলে দেয়া হয়েছে। টুইটে নাম সরানোর আগের ও পরের দুটি ছবি পোস্ট করা হয়।

এ থেকে প্রতীয়মান হয় যে ছড়িয়ে পড়া ছবিটিতে ‘জেলেনস্কি’ নামটি এডিট করে বসানো হয়েছে। ছড়িয়ে পড়া ছবিটি আসল নয়। অর্থাৎ পুতিন পাব বারের নাম থেকে পুতিন শব্দটি সরিয়ে ফেলা হলেও পরিবর্তন করে জেলেনেস্কি পাব রাখা হয় নি।

পরবর্তীতে পুতিন পাব বারের পরিবর্তিত নাম খুঁজে পেতে কি ওয়ার্ড সার্চ করলে টিম চেক ফ্যাক্ট Generation Pub JLM নামে একটি ফেসবুক পেজ খুঁজে পায়। পেজে ১০ মার্চের একটি পোস্টে নিশ্চিত করা হয়, বারের নাম পরিবর্তন করে জেলেনস্কি রাখার খবর ভুয়া। রুশ ভাষায় বিবৃতিটির একটি অংশে লেখা হয়, আমরা আপনাদের মিথ্যা সংবাদ উপেক্ষা করতে বলছি বারটি এখন জেলেনস্কি নাম ধারণ করবে, এটি সত্য নয় অনভিজ্ঞ ফটোশপাররা এই লুকোচুরি করেছে

পরবর্তীতে পেজ টি পুতিন পাব বারের পেজ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পেজ ট্রান্সপারেন্সি অপশনে গেলে দেখা যায় পেজটির নাম ইসিরাইলি ভাষায় পুতিন পাব নামে ছিল যা মার্চের ৯, ২০২২ তারিখে পরিবর্তন করে Generation Pub JLM রাখা হয়।

অতঃপর একই পেজে ১০ মার্চ,২০২২ তারিখে বারের নতুন নাম ‘জেনারেশন পাব’ শিরোনামে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে পুতিন পাব বারের নাম পরিবর্তন করে জেনারেশন পাব রাখা হয়েছে। 

মূলত জেরুজালেমে পুতিন পাব বারটির নাম পরিবর্তন করা হলেও জেলেনেস্কি পাব নামে রুপান্তরিত করা হয় নি। বারের নাম পরিবর্তন করে জেনারেশন পাব রাখা হয়েছে। নাম পরিবর্তনের সময় বারের সম্মুখ গেট থেকে পুতিন শব্দটি মুছে ফেলা হলে এডিট করে জেলেনেস্কি শব্দটি বসিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তাই পুতিন পাব বারের নাম পরিবর্তন করে জেলেনেস্কি পাব রাখার দাবিটি মিথ্যা।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM