আন্তর্জাতিক

দীর্ঘ ১১ দিন ঘুমিয়ে রেকর্ড গড়েছেন র‍্যান্ডি গার্ডনার?

প্রকাশ: মে ০৮, ২০২২ ১২:২২ PM

পৃথিবীর সব থেকে দীর্ঘতম ঘুমের রেকর্ড ১১ দিন অর্থাৎ ২৬৪ ঘন্টা। ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ার Randy Gardner নামক এক ব্যক্তি এই রেকর্ড করেন।” সম্প্রতি এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই সংবাদের সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধানে নামে। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কি পাওয়া গেল।

ভাইরাল তথ্যঃ

আমার জ্ঞান ফেসবুক পেজ থেকে  আপনার ঘুমের রেকর্ড সর্বোচ্চ কত ঘন্টা ক্যাপশনে  পৃথিবীর সবথেকে দীর্ঘতম ঘুমের রেকর্ড ১১ দিন অর্থাৎ ২৬৪ ঘন্টা। ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ার Randy Gardner নামক এক ব্যক্তি এই রেকর্ড করেন। এই পোস্ট করা হয় ।

এছাড়া বিজ্ঞানগ্রুপ, ক্যাম্পাসিয়ান পরিবার ও মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়,

চেক ফ্যাক্ট অনুসন্ধান-

অনুসন্ধানের প্রথমে  কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে দেখা যায়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ১৮ জানুয়ারিতে The boy who stayed awake for 11 days শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়া, যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক গণমাধ্যম ‘Discovery’ এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১ আগস্টে What Would Happen If You Stayed Awake for 11 Days? শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়,১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী কিশোর র‍্যান্ডি গার্ডনার দীর্ঘসময় না ঘুমিয়ে কাটানোর একটি রেকর্ড করেন। হাই স্কুলে থাকাকালীন একটি বিজ্ঞান মেলা প্রকল্পের জন্য র‍্যান্ডি গার্ডনার এবং তার দুই বন্ধু ব্রুস ম্যাকঅ্যালিস্টার এবং জো মার্সিয়ানোকে একটি পরীক্ষা পরিচালনা করেছিলেন যেখানে তারা জানতে আগ্রহী ছিলেন যে একজন মানুষ কতক্ষণ জেগে থাকতে পারে এবং টম রাউন্ডের ২৬০ ঘণ্টা না ঘুমিয়ে থাকার পূর্বের রেকর্ডটি ভাংতে চেয়েছিলেন। পরবর্তীতে, ১৯৬৩ সালের ডিসেম্বরের ২৯ তারিখ থেকে ১৯৬৪ সালের ০৮ জানুয়ারি পর্যন্ত র‍্যান্ডি গার্ডনার ২৬৪.৪ ঘন্টা যা প্রায় ১১ দিন এবং ২৫ মিনিট না ঘুমিয়ে জেগে থাকার রেকর্ডটি করেন। মূলত র‍্যান্ডি গার্ডনারের ১১দিন না ঘুমিয়ে জেগে থাকার রেকর্ডটিকেই সামাজিক মাধ্যমে দীর্ঘতম ঘুমের রেকর্ড দাবিতে প্রচার করা হচ্ছে।

উইকিপিডিয়াতেও র‍্যান্ডি গার্ডনারের ১১দিন না ঘুমিয়ে থাকার রেকর্ডের বিষয়ে উল্লেখ রয়েছে। মূলত উইকিপিডিয়ার ঐ তথ্যের ভুল অনুবাদ করে ১১দিন না ঘুমিয়ে থাকার রেকর্ডের পরিবর্তে ১১ দিন ঘুমিয়ে থাকার রেকর্ডের তথ্য প্রচার করা হয়েছে যা পরবর্তীতে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

চেক ফ্যাক্ট চেকার টিমের অনুসন্ধানে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার রেকর্ড নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র ইন্টারনেটে পাওয়া যায় নি। বরং র‍্যান্ডি গার্ডনার এর দীর্ঘ ১১ দিন না ঘুমিয়ে কাটানোর রেকর্ডের তথ্যটিকে র‍্যান্ডি ১১ দিন টানা ঘুমিয়ে রেকর্ড করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM