আন্তর্জাতিক

সৌদি আরব বিশ্বের একমাত্র নদীবিহীন দেশ নয়

প্রকাশ: নভেম্বর ০৫, ২০২২ ০৩:৪৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, পৃথিবীতে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ, যে দেশে কোন নদী নেই। এমন দাবীতে বেশ কিছু পোস্ট সামনে আসার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।   

ভাইরাল তথ্যঃ

গত ১৮ আগস্ট, ২০২২ তারিখে তথ্য ভাণ্ডার নামের একটি ফেসবুক পেজ থেকে নদী ছাড়া দেশ  ক্যাপশনে একটি গ্রাফিকাল কন্টেন্ট পোস্ট করা হয় যেখানে লেখা ছিলো,

আপনি জানেন কি?

পৃথিবীতে সৌদিআরব-ই একমাত্র দেশ, যে দেশে কোন নদী নেই।

পোস্টটিতে একহাজার সাতশত রিয়্যাক্ট করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে ৪৫ বার। 

পৃথিবীতে সৌদিআরব-ই একমাত্র দেশ, যে দেশে কোন নদী নেই

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে নদীবিহীন দেশ সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে মানচিত্র বিষয়ক ওয়েবসাইট Worldatlas.com এ Countries Without River শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনে বলা হয় পৃথিবীতে মোট ১৯ টি নদীবিহীন দেশ রয়েছে। দেশগুলো হলো কমোরস, ডিজিবউটি, লিবিয়া, বাহামা, বাহরাইন, কুয়েট, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাইরু, টোঙ্গা ও টুভালু। প্রতিবেদনটি থেকে আরো জানা যায় যে, অনেক ছোট দ্বীপ রাষ্ট্রগুলোতেও নদী থাকে না। এই দ্বীপগুলির মধ্যে কয়েকটি এতই ছোট যে দেশগুলির মধ্য দিয়ে সঠিক নদী প্রবাহ উৎপন্ন করার এলাকা নেই। যেমন কমোরস দ্বীপরাষ্ট্রটি এতই ছোট যে এর মোট আয়তন প্রায় ২০০০ বর্গ কিলোমিটার এবং এর মধ্য দিয়ে কোনো নদী প্রবাহিত হয় না।

Countries Without River

 

পরবর্তীতে জাতিসংঘের Food & Agricultural Organization (FAO) এর ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে নবায়নযোগ্য পানি সম্পদ সম্পর্কে একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। সেখানে সবচেয়ে কম পানিসম্পদের একটি তালিকা দেখা যায় যেখানে সৌদি আরব ছাড়া আরো বেশ কয়েকটি দেশ আছে যাদের পানি সম্পদ সৌদি আরবের থেকেও কম।

Food & Agricultural Organization (FAO)

FAO এর প্রতিবেদনে বলা হয় যে, মাথাপিছু পানি সম্পদের দিক থেকে দরিদ্রতম দেশ হল বাহরাইন। তারপরে এ তালিকায় অবস্থান করছে জর্ডান, কুয়েত, লিবিয়ান আরব জামাহিরিয়া, মালদ্বীপ, মাল্টা, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সৌদি আরব নদীবিহীন দেশ হলেও পৃথিবীর একমাত্র নদীবিহীন দেশ নয়। পৃথিবীতে আরো ১৮টি দেশ আছে যাদের কোন নদী নেই। অর্থাৎ সৌদি আরব সহ পৃথিবীতে মোট ১৯টি নদীবিহীন দেশ রয়েছে। সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের একমাত্র নদীবিহীন দেশ প্রচারের দাবিটি মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM