আন্তর্জাতিক

কান চলচ্চিত্রে পাঁচ মিনিটের ইরানি শর্ট ফিল্মের পুরস্কার পাওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: জুন ০২, ২০২২ ১০:৪০ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে ক্যাপশনে দাবি করা হচ্ছে, পাঁচ মিনিটের ইরানের একটা শর্ট ফিল্ম বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরষ্কার পেয়েছে এই ভিডিওটির সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।

ভাইরাল তথ্যঃ

১লা জুন,২০২২ তারিখে Yeasin Ahmed Mahin নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয় যার ক্যাপশন ছিলো,

পাঁচ মিনিটের ইরানের ছবি।এবছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পেয়েছে।

এ রকম ভাইরাল আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট এবছর অর্থাৎ ২০২২ সালের সেরা শর্ট ফিল্ম পুরস্কারের তালিকা খুঁজে পেতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে সংবাদসংস্থা Global Times এ 27-year-old Chinese director wins best short film award at Cannes শিরোনামে ২৯মে,২০২২ তারিখের একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে বলা হয় গত শনিবার ২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বেস্ট শর্ট ফিল্ম পুরষ্কারটি চীনা পরিচালক  “Jianying Chen” পেয়েছেন, তার নির্মিত শর্ট ফিল্মটির নাম “The Water Murmurs

এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন Forbes এবং চীনা গণমাধ্যম China.org.cn The Water Murmurs শর্ট ফিল্মটির কান চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে।  

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট The Water Murmurs শর্ট ফিল্মটির অফিশিয়াল ট্রেইলার পর্যবেক্ষণ করলে ভাইরাল ভিডিওটির সাথে The Water Murmurs শর্ট ফিল্মের কোন সাদৃশ্যতা খুঁজে পায় নি।

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় এবছর ইরানী চলচ্চিত্র দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি নয় বরং কান চলচ্চিত্রে  শর্ট ফিল্ম ক্যাটাগরিতে The Water Murmurs নামক চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটির উৎস খুঁজে পেতে টিম চেক ফ্যাক্ট ভিডিও থেকে বিভিন্ন ফ্রেমে সংগৃহীত ছবির রিভার্স ইমেজ সার্চ করলে Aristokratlar- Ota নামে ZO'R TV নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পায় এটি ২০১৯ সালের ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয় অর্থাৎ ভিডিওটি প্রায় বছর পুরোনো ভিডিওটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এটি একটি মঞ্চ নাটক ভিডিওটি মূলত  নাটকের পরিপূর্ণ অংশবিশেষ

মূলত বছর কান চলচ্চিত্রে সেরা শর্ট ফিল্ম এর পুরস্কার পেয়েছে The Water Murmurs।  আর  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওটি ২০১৯ সালে প্রকাশিত একটি মঞ্চ নাটকের অংশবিশেষ সুতরাং, পাঁচ মিনিটের ইরানের একটা শর্ট ফিল্ম বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরষ্কার পেয়েছে দাবিতে ভাইরাল ভিডিওটির শিরোনামকে মিথ্যা বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM