আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে লিথুয়ানিয়ার রেল যোগাযোগ বন্ধের দাবিটি মিথ্যা

প্রকাশ: জুলাই ২০, ২০২২ ১১:৩৬ AM

ইউক্রেনে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন মস্কোয় নানা নিষেধাজ্ঞা দিয়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে লিথুয়ানিয়া শিরোনামে একটি ভিডিও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসলে ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।       

ভাইরাল তথ্যঃ   

গত জুলাই ৬, ২০২২ তারিখে চীনা ভাষায় লিখা একটি টুইটে উল্লেখ করা হয়,    

立陶宛拆除通往俄罗斯飞地加里宁格勒铁轨,机械化程度还蛮高!🤗

ভিডিওটির বিবরণে চীনা ভাষায় লেখাটি বাংলা করলে দাঁড়ায়, “রাশিয়াকে পাল্টা জবাব দিয়েছে লিথুয়ানিয়া।”

রাশিয়াকে পাল্টা জবাব দিয়েছে লিথুয়ানিয়া

ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার বার দেখা হয়েছে। ২৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শ্রমিকরা সরঞ্জাম নিয়ে একটি রেলওয়ে লাইনের কিছু অংশ মাটি থেকে তুলে ফেলছে এবং একটি গাড়িতে রাখছে। 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই ফেসবুকে ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৭ সালের ২৬ অক্টোবর ইউটিউবে আপলোড করা একটি ভিডিও সামনে আসে। ভিডিওটি পর্যলোচনা করে দেখা যায় ভাইরাল ভিডিওটি মূলত ইউটিউবে প্রাপ্ত এই ভিডিওর ৩ মিনিট ৫৭ সেকেন্ডের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে রাশিয়ান এবং ইংরেজিতে লেখা আছে,  
Капитальный ремонт ж.д. 1/8 - Снятие старых решеток / Track repair 1/8 - Removing old track. ক্যাপশনটির বাংলা করলে দ্বারায়, “রেলওয়ের ১/৮ অংশে মেরামত চলছে, পুরোনো লাইন সরিয়ে ফেলা হচ্ছে, এস্তোনিয়া ২০১৭।” 

তাছাড়া ইউটিউব চ্যানেলটির পরিচালক মার্টিন কুস্ক নিশ্চিত করেছেন যে, কয়েক বছর আগে এস্তোনিয়াতে ভিডিওটি চিত্রায়িত হয়েছিল। 

রেলওয়ের ১/৮ অংশে মেরামত চলছে, পুরোনো লাইন সরিয়ে ফেলা হচ্ছে, এস্তোনিয়া ২০১৭

মূলত ২০১৭ সালে এস্তোনিয়ায় রেললাইন মেরামতের সময় এই ভিডিওটি চিত্রায়িত করা হয়েছিল। এছাড়া ৪২ মিনিটের এই ভিডিওটি ১৯ অক্টোবর আপলোড হয়েছিল। অর্থাৎ ভাইরাল ভিডিওটি পুরনো।  অনুসন্ধানে দেখা গেছে, ইইউর নিষেধাজ্ঞা অনুসরণ করে সম্প্রতি কালিনিনগ্রাদে কিছু পণ্য আটকে দিয়েছিল লিথুয়ানিয়া, তবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ রাশিয়ার সঙ্গে লিথুয়ানিয়ত্র রেল যোগাযোগ বন্ধের দাবিটি সম্পূর্ন মিথ্যা।     

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM