আন্তর্জাতিক

কোরিয়ান ব্যান্ড BTS এর কাতার বিশ্বকাপের থিম সং গাওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: আগস্ট ০২, ২০২২ ১১:১২ AM

চার বছরের বিরতি দিয়ে আবারও পুরো বিশ্ব মেতে উঠবে ফুটবল বিশ্বকাপের উত্তেজনায়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ ঘিরে মানুষের উচ্ছ্বাস ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে যে কোরিয়ান রক ব্যান্ড বিটিএস এবারের বিশ্বকাপ থিম সং গাইবে। এমন দাবিতে বেশ কিছু পোস্ট ভাইরাল হলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় টিম চেক ফ্যাক্ট বিষয়টির সত্যতায় অনুসন্ধান চালায়।        

ভাইরাল তথ্য

গত জুলাই ২৯, ২০২২ তারিখে Snan Ta নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়,  

২০২২ কাতার বিশ্বকাপ থিম সং গাইবেন #BTS সদস্যরা  

অবশেষে BTS কাতার বিশ্বকাপ ২০২২ এর theme song এর জন্য চুক্তি করেছে।

অবশেষে BTS কাতার বিশ্বকাপ ২০২২ এর theme song এর জন্য চুক্তি করেছে

এমন দাবিতে আরও কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই কী-ওয়ার্ড সার্চের সাহায্যে ফিফা প্রকাশিত বিশ্বকাপ-২০২২ এর থিম সংটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়।  

মূলত গত এপ্রিল ০১, ২০২২ তারিখে ফিফা কর্তৃক "হায়া হায়া" শিরোনামে কাতার বিশ্বকাপের এই অফিশিয়াল থিম সংটি প্রকাশ করা হয়। ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটির শিল্পী হিসেবে ত্রিনিদাদ কারদোনা, ডেভিডো ও আয়েশার নাম উল্লেখ করা আছে।    

পরবর্তীতে কী-ওয়ার্ড সার্চে গত ২৯ জুন, ২০২২ তারিখে ফিফার করা একটি টুইট খুঁজে পাওয়া যায়। এই টুইট থেকে জানা যায়, এবারের বিশ্বকাপের অফিশিয়াল স্পন্সর হুন্দাই কোম্পানির সঙ্গে একটি বিশেষ ক্যাম্পেইনে যুক্ত হয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। কিন্তু এই টুইটে ফিফার তরফ থেকে বিটিএসের বিশ্বকাপের থিম সং করার কথা উল্লেখ করা হয়নি।    

বিশ্বকাপের অফিশিয়াল স্পন্সর হুন্দাই

 

 

পরবর্তীতে এই বিষয়ে হুন্দাইয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে হুন্দাই মোটর কোম্পানির ‘গোল অব দ্য সেঞ্চুরী’ নামের একটি ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বিটিএস ব্যান্ডের সদস্যরা। সে হিসেবে তারা একটি গান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মূলত #HyundaiGOTCpledge হ্যাশট্যাগ ব্যবহার করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে বিটিএস। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলের শক্তিকে একটি ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করবে হুন্দাই।  গোল অব দ্য সেঞ্চুরি’ নামের এই ক্যাম্পেইনে বিটিএস ছাড়াও যুক্ত থাকবেন ইংলিশ ফুটবল কিংবদন্তি এবং বর্তমান অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড, কোরীয় ফুটবলার পার্ক জি সুং, ইউনেস্কোর শুভেচ্ছাদূত নাদিয়া নাদিম, ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট, বিখ্যাত ভাস্কর লরেঞ্জো কুইনসহ আরও অনেকে।  

BTS

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর অফিশিয়াল থিম সং এর সাথে কোরিয়ান ব্যান্ড বিটিএস এর সদস্যরা কোনভাবেই যুক্ত নয়। মূলত কাতার বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক হুন্দাই কোম্পানির সঙ্গে ‘গোল অব দ্য সেঞ্চুরী’ নামের একটি বিশেষ ক্যাম্পেইনের অন্যতম অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। সে হিসেবে তারা একটি গান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি কাতার বিশ্বকাপের কোন থিম সং নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM