আন্তর্জাতিক

নূপুর শর্মার সমর্থনে ভারতীয় হিন্দুদের রাস্তায় নামার দাবিটি মিথ্যা

প্রকাশ: জুন ১২, ২০২২ ০৮:৫০ AM

গত কয়েকদিন যাবৎ জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে একটি নাম ব্যাপকভাবে  ঘুরপাক খাচ্ছে, তা হলো নূপুর শর্মা। হযরত মুহম্মদ (সঃ) কে  নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে । প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন দেশের মানুষেরা । সম্প্রতি নূপুর শর্মাকে সমর্থন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে কয়েকশো মানুষকে গেরুয়া পোশাকে একটি মিছিল করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন, বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে নাকি পথে নেমে এসেছেন হিন্দুরা। ভিডিওটি সামনে আসলে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

Jsr Samit Mandal নামক ফেসবুক আইডি থেকে গত ৮জুন, ২০২২ তারিখে একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশন ছিলো,

হিন্দু শেরনি নূপুর শর্মার সমর্থনে এবার পথে নামলো হিন্দুরা..

জয় শ্রী রাম🚩🚩🚩

#IsupportNupurSharma 🇮🇳🧡

#IStandWithNupurSharma🇮🇳🧡

হিন্দু শেরনি নূপুর শর্মার সমর্থনে এবার পথে নামলো হিন্দুরা

এছাড়া ফেসবুকে এরকম আরো পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিও থেকে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে ১৭ এপ্রিল আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটির বিবরণে কিছু না লেখা থাকলেও দিল্লি জাহাঙ্গীরপুরী ও বজরঙ্গ দলের মতো কিছু কিওয়ার্ড ক্যাপশনে ব্যবহার করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করলে ভাইরাল ভিডিওটির সাথে ইউটিউবে প্রাপ্ত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

ভিডিওটি ইউটিউবে আপলোডের তারিখের মাধ্যমেই স্পষ্ট হয়ে যায় যে এই মিছিলের সঙ্গে নূপুরের মন্তব্যের কোনও যোগসূত্র নেই। কারণ, নূপুর শর্মা গত মে মাসের শেষদিকে একটি টিভি বিতর্কে অংশ নিয়ে মহানবী (সঃ) কে নিয়ে মন্তব্য করেছিলেন। এবং এই ঘটনার অনেক আগে থেকেই, গত এপ্রিল মাস থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রয়েছে। 

পরবর্তীতে ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে টিম চেক ফ্যাক্ট ইউটিউবে প্রাপ্ত ভিডিওটির ক্যাপশনের কী-ওয়ার্ড সার্চ করলে Hanuman Jayanti पर निकली शोभायात्रा, सुरक्षा बेहद कड़ी শিরোনামে News18 UP এর ইউটিউব চ্যানেলে ১৭ এপ্রিল, ২০২২ তারিখে আপলোডকৃত ভিডিওটি খুঁজে পায়। যেখানে ভিডিওর ক্যাপশনে বলা হয়,

নয়ডায় হনুমান জয়ন্তীতে মিছিল বের করা হয় দিল্লির হিংসার পর নয়ডায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন  

পাশাপাশি हनुमान जयंती के मौके पर नोएडा में निकली शोभायात्रा শিরোনামে navbharattimes পত্রিকায় এপ্রিল১৭,২০২২ তারিখের একটি সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যার শিরোনামের অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, হনুমান জয়ন্তী উপলক্ষে নয়ডায় শোভাযাত্রা

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওটি ২০২২ সালের ১৭ এপ্রিলে নয়ডায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত মিছিলের। সম্প্রতি নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বব্যাপী মুসলিমদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে মিথ্যা ক্যাপশনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাই বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে পথে নেমে এসেছেন হিন্দুরা দাবিতে ভাইরাল ভিডিওটির ক্যাপশনকে মিথ্যা বলে বিবেচিত করেছে টিম চেক ফ্যাক্ট।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM