আন্তর্জাতিক

সৌদি আরবে প্রথম হিন্দু মন্দির, ভিডিওর সত্যতা কী?

প্রকাশ: মে ১৬, ২০২২ ১০:৩২ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ২৭ সেকেন্ডের সেই ভিডিওটিতে মন্দির আদলের একটি অবকাঠামোকে বিভিন্নভাবে দেখানো হয়েছে এবং বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবে স্থাপিত প্রথম হিন্দু মন্দির। ভিডিওটি সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কী পাওয়া গেল।    

ভাইরাল তথ্যঃ

Sree Shipen Krishna Das নামের একটি ফেসবুক আইডি থেকে গত মার্চ ২৫, ২০২২ তারিখে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় সৌদি আরবের প্রথম হিন্দু মন্দির । ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৫ হাজার বার দেখা হয়েছে।  

তাছাড়া FYNCBM নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি একই শিরোনামে এপ্রিল ২৯, ২০২২ তারিখে আপলোড করা হয়।  

এমন আরও ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য-উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতেই ভাইরাল হওয়া ভিডিওটি থেকে বেশকিছু স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে BAPSChannel নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল সামনে আসে। দেখা যায়, ভাইরাল হওয়া সেই ভিডিওটি BAPS Hindu Mandir, Abu Dhabi - What an Architectural Rendition অর্থাৎ বিএপিএস হিন্দু মন্দির, আবুধাবি- অসাধারণ একটি স্থাপত্য উপস্থাপনা! শিরোনামে এপ্রিল ২০, ২০১৯ তারিখে চ্যানেলটিতে আপলোড করা হয়েছিলো।  

তাছাড়া উক্ত চ্যানেলে একই তারিখে BAPS Hindu Mandir Foundation Stone-Laying Ceremony, Abu Dhabi, UAE, 20 April 2019 অর্থাৎ BAPS হিন্দু মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, 20 এপ্রিল 2019 শিরোনামে ৩০.৫ মিনিটের অন্য আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে বলে দেখা যায়। উক্ত ভিডিওর ১৭.৫০ মিনিট হতে ১৮.৪০ মিনিট পর্যন্ত দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। তবে ৩০.৫ মিনিটের পুরো ভিডিওটি দেখলে বোঝা যায় ২০১৯ সালে Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha বা বোচাসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (BAPS) কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের স্থাপনা মডেলের ডেমো ভিডিও প্রদর্শন করা হয়। মূলত উক্ত হিন্দু মন্দিরের ডেমো ভিডিওকেই বর্তমানে সৌদি আরবে প্রথম হিন্দু মন্দির স্থাপনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

তাছাড়া পরবর্তীতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে BAPS Swaminarayan Sanstha নামের ওয়েবসাইটে BAPS Hindu Mandir Foundation Stone-Laying Ceremony, Abu Dhabi, UAE শিরোনামে এপ্রিল ২০, ২০১৯ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশে উল্লেখ আছে যে, Marking a significant Millennial Moment in the history of the UAE, around 5,000 devotees and well-wishers thronged to participate in and witness the foundation stone-laying ceremony of the BAPS Hindu Mandir. অর্থাৎ এটি সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত, প্রায় ৫০০০ ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা BAPS হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিতে এবং প্রত্যক্ষ করতে ভিড় করেছিলেন।

তাছাড়া BAPS হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ সেসময় বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো দেখতে ক্লিক করুন এখানে,  এখানে। 

সুতরাং উপরোক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট যে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রদর্শিত মন্দিরের স্থাপনা মডেলের ডেমো ভিডিওকেই বর্তমানে সৌদি আরবে প্রথম হিন্দু মন্দির স্থাপনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ন বিভ্রান্তিকর। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM