আন্তর্জাতিক

সদরঘাটের ইজারা বাতিলের খবরটি সাম্প্রতিক নয়!

প্রকাশ: এপ্রিল ২১, ২০২২ ০৭:৩০ AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদরঘাটের ইজারা বাতিল শিরোনামে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টটি সামনে আসার পর সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। আসুন দেখি অনুসন্ধানে কি পেলাম আমরা।

ভাইরাল তথ্যঃ 
গত ২০ মার্চ ফেসবুকে Govt. Circular নামক একটি পেজ থেকে সদরঘাটের লঞ্চ ও কুলিদের দুটি ছবি সংযুক্ত করে পোস্টটি করা হয়। পোস্টটির ক্যাপশন ছিল,  
ঢাকা সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে !
যাত্রীর নিজের বহনযোগ্য কোন মালামাল কুলিরা ধরতে পারবেনা, যাত্রীদের বহনযোগ্য কোন মালামালের জন্য চার্জ/শুল্ক দিতে হবেনা৷ 
এছাড়া ও যারা বাইক লঞ্চে করে নিতে চান তারা নিজেরাই আপনাদের বাইক উঠাতে পারবেন। এক্ষেত্রে কাউকে কোন ইজারা মুল্য প্রদান করবেন নাহ। শুধুমাত্র লঞ্চ এর ভাড়া প্রদান করতে হবে।।। 
ঢাকা সদরঘাটে যেকোনো যাত্রী হয়রানির জন্য হটলাইন চালু করেছে:-
BIWTA: 01304004003
01304004004
01304004005
01304004006 অথবা অভিযোগ 999

পরবর্তীতে পোস্টটি নয় হাজার চারশত বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

টিম চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের প্রথম ধাপে GOVtCircular পেজটি সম্পর্কে জানার চেষ্টা করলে দেখা যায়, পেজটির ইউজার নেম Government official হলেও পেজটির এবাউট যে মেইল ও ওয়েবসাইট এড্রেস ইউজ করা হয়েছে  তা বাংলাদেশ সরকারের কোন মেইল বা ওয়েবসাইট নয়। এ থেকে নিশ্চিত হওয়া যায় পেজটি বাংলাদেশ সরকারের অফিশিয়াল পেজ নয়।

পরবর্তীতে গুগলে কি ওয়ার্ড সার্চ করলে সদরঘাটের ইজারা প্রথা বাতিল শিরোনামে ২০১০ সালের ১লা জুলাই Bangla News 24 এর একটি সংবাদ পাওয়া যায়। সংবাদটিতে বলা হয়, তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২০১০ সালের ১লা জুলাই সদরঘাটের ইজারা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে তখন থেকে সদরঘাট টার্মিনাল সবার জন্য উন্মুক্ত করা হয়। এর মাধ্যমে মালামাল আনা-নেওয়া বা টার্মিনাল ব্যবহারের জন্য সরকারি টিকিট ছাড়া অন্য কোনো ফি লাগবে না। তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছিলেন,‘যাত্রীদের হয়রানি বন্ধ করতেই দীর্ঘদিনের ইজারা প্রথা বাতিল করা হয়েছে। 

এছাড়া বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভি’র ২০১৯ সালের একটি অনুষ্ঠানে তৎকালীন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এর একটি সাক্ষাৎকার পাওয়া যায় যেখানে তিনি সদরঘাটের ইজারা বাতিল, সরকার কর্তৃক নিয়োগকৃত কুলিদের মজুরী, যাত্রী হররানি রোধে সিসি ক্যামেরা মনিটরিং, হটলাইন চালু ইত্যাদি ব্যাপারে তথ্য প্রদান করেন। উক্ত টকশোতেও আরিফ উদ্দিনের বক্তব্যে সেই সময়ে সদরঘাটের ইজারা বাতিলের কথা উঠে আসে।

মূলত ২০১০ সালে সদরঘাটের ইজারা বাতিল করা হয় এবং ২০১৯ সালে যাত্রীদের হয়রানি রোধে কুলিদের পরিচয়পত্র প্রদান, মজুরী নির্ধারণ ও যাত্রীদের অভিযোগ কেন্দ্র স্থাপনসহ বেশকিছু পদক্ষেপ সদরঘাট বিআইডব্লিউটিএ কতৃর্ক  গ্রহণ করা হয়। মূলত সেইসব সুবিধা ও ইজারা বাতিলের সংবাদ একত্রে সম্প্রতি  সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচার করা হয়। তাই ইজারা বাতিল ও চালুকৃত সেবা সমূহের তথ্য সত্য হলেও সেগুলো সাম্প্রতিক নয়, খবরগুলো বেশ পুরোনো। তাই উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে টিম চেক ফ্যাক্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোষ্টগুলোকে পূর্বের বলে চিহ্নিত করছে।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM