আন্তর্জাতিক

বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবিটি এডিটেড

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২২ ০৪:১২ PM

চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মেসি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে গোল উদযাপন করছেন । ছবিটি গত ২৯ নভেম্বর ২০২২ তারিখ থেকে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ছবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ফেসবুকে মেসির হাতে বাংলাদেশের পতাকা দাবিতে ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে দেখা যায়, ভাইরাল ছবিটি আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লীগ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫২ মিনিটে তাদের টুইটার হ্যান্ডলে প্রথম শেয়ার করে। এরপর তাদের ফেসবুক পেজে একই ছবির পোস্ট রাত ১০টা ৫৩ মিনিটে দেয়া হয়।

এছাড়া স্পেন ও বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভির ফেসবুক ফ্যানপেজ থেকেও পোস্টটি শেয়ার করা হয়।

পরবর্তীতে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে বাংলাদেশের গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

২৯ নভেম্বর ২০২২ তারিখে দৈনিক ইত্তেফাকে এডিট করা ছবি দিয়ে বাংলাদেশি ভক্তদের ভার্চুয়াল উপহার শিরোনামে একটি সংবাদে বলা হয়,

মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে অনেকেই চমকে যাবেন হয়তো। প্রথমেই ছবির সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা বা এডিট করে বানানো। তবে ফেসবুক ও টুইটার পোস্টটি সত্য। আর্জেন্টাইন ভক্তরা বলছেন, মূলত এই ছবি দিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো তারা। এডিট করা ছবির মাধ্যমে হলেও বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা!

এছাড়া অনলাইন পত্রিকা Dhaka Post এর প্রতিবেদনে ছবিটি সম্পর্কে বলা হয়,

আর্জেন্টাইন পেশাদার ফুটবল লিগের ইংরেজি টুইটারে একটা ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে মেসির হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা! ছবিটা যে আসল নয়, তা দেখলেই বুঝা যায়। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের গোল উৎসবের ছবি ছিল সেটি। সেখানেই ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা। ক্যাপশনে অবশ্য খুব বেশি কিছু বলা হয়নি। ফিস্ট বাম্পের ইমোজির সঙ্গে মেসি আর বাংলাদেশের নাম জুড়ে দিয়ে বুঝানো হয়েছে, মেসির পাশেই আছে বাংলাদেশ।

এছাড়া মেসির হাতে বাংলাদেশের পতাকার বিষয়ে গণমাধ্যমের আরো কিছু রিপোর্ট পড়ুন এখানে, এখানে

পরবর্তীতে এডিটেড ছবিটির মূল ভার্সন খুঁজে পেতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে টিম চেক ফ্যাক্ট। মূল ছবিটি খুঁজে পাওয়ার পর দেখা যায় এটি মূলত আর্জেন্টিনার সরকারি প্রচারমাধ্যম টেলাম-এর ফটোসাংবাদিক জেনস ফার্নান্দোর তোলা ছবি। যেখানে তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রোসারিওর তারকা লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। ছবিটি টেলাম-এর ওয়েবসাইটে গত শনিবার আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রকাশ করা হয় ।

সতুরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে দেশটির ঘরোয়া লীগ পরিচালনার দায়িত্বে থাকা আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লীগ বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানাতে মেক্সিকোর বিপক্ষে মেসির গোল উৎসবের ছবিটিকে ফটোশপ করে বাংলাদেশের পতাকা বসিয়ে 'ভার্চুয়াল উপহার' হিসেবে শেয়ার করেছে। ছবিটি এডিটেড হলেও পোস্টটি সত্যি।  কিন্তু অনেকেই এটিকে মেসির হাতে সত্যি বাংলাদেশের পতাকা ভেবে শেয়ার করেছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM