আন্তর্জাতিক

ছবিটি বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপের?

প্রকাশ: মে ০৯, ২০২২ ১১:৩৪ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কচ্ছপের ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে, ছবিটি বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথনের ছবি। পোস্টটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

 

ভাইরাল তথ্যঃ

২৭ এপ্রিল, ২০২২ তারিখে শাহ রুন ইভান নামক ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়,

পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী জোনাথন কচ্ছপ

খোদার সৃষ্টির সাথে কোনো কিছু তুলনা হয় না

জোনাথান দ্যা টরটয়েস!

১৮৩২ সালে জন্ম আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে তার বয়স হবে ১৯০ বছর তখন জোনাথানই হবে পৃথিবীর স্থলে চরে বেড়ান সবচেয়ে বয়স্ক প্রাণী!

১৮৮২ সালে তাকে ভারত মহাসাগর থেকে সংগ্রহ করা হয় বর্তমানে সে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ সেইন্ট হেলেনার গভর্নর হাউজের বাগানে ক্যাপ্টিভিটির মধ্যে আছে

চোখে ছানি পড়ে যাওয়ায় কিছু দেখতে পায় না সে, ঘ্রাণ শক্তিও নেই শুধু আছে প্রখর শ্রবণ শক্তি

এই রকম ভাইরাল আরও পোস্ট দেখুন এখানে এখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভাইরাল পোস্টে উল্লেখিত জোনাথান দ্যা টরটয়েস  সম্পর্কে গুগলে কী ওয়ার্ড সার্চ করা হলে ২০১৭ সালের এএফপি'র একটি ভিডিও প্রতিবেদন  খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, বৃটিশ দ্বীপ সেন্ট হেলেনায় থাকা জোনাথন কচ্ছপই সম্ভব্য বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী। কিন্তু প্রতিবেদনে ভিডিওতে দেখতে পাওয়া জোনাথন কচ্ছপের ছবির সাথে ভাইরাল পোস্টে দেখতে পাওয়া প্রাণীটির মিল নেই।

এছাড়া ২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’স এ জোনাথান কচ্ছপটি কে নিয়ে একটি নিবন্ধ টিম চেক ফ্যাক্টের সামনে আসে যেখানে বলা হয় কচ্ছপটির বয়স ছিলো ১৮৭ বছর, যা বর্তমানে ১৯০ বছরে পরিণত হয়েছে। কিন্তু উক্ত প্রতিবেদনেও প্রকাশিত কচ্ছপের ছবিটির সাথে ভাইরাল ছবিটির কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায় নি।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবিটি জোনাথান নামক কচ্ছপটির নয়।

পরবর্তীতে ভাইরাল ছবিটির মূল উৎস নিশ্চিত করতে রিভার্স ইমেজ সার্চ করা হলে টিম চেক ফ্যাক্ট 'tarongazoo' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ছবিটি খুঁজে পায়। এতে দেখা যায় ছবিটি ২০১৪ সালের ৩০ এপ্রিল পোস্ট করা হয়েছে। ছবির বিবরণে বলা, অস্ট্রেলিয়া টারোঙ্গা ওয়েস্টার্ন প্লেইনস জু'তে থাকা একটি গ্যালাপাগোস কচ্ছপের ছবি এটি। 

পরবর্তীতে পশুপাখি সম্পর্কিত ওয়েবসাইট zooborns এর একটি প্রতিবেদনে ভাইরাল কচ্ছপটির ছবি পাওয়া যায়। সেখানেও বলা হয় ছবিটি অস্ট্রেলিয়া টারোঙ্গা ওয়েস্টার্ন প্লেইনস জু'তে থাকা একটি গ্যালাপাগোস কচ্ছপের। 'এ১১' নামে পরিচিত এই গ্যালাপাগোস কচ্ছপের বয়স প্রায় পঞ্চাশ বছর।

পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফিক-এর প্রতিবেদনে এই প্রজাতির কচ্ছপের সম্পর্কে বলা হয় যে, এই ধরনের গ্যালাপাগোস কচ্ছপ ছয় ফিট পর্যন্ত লম্বা এবং ওজনে ৫৭৩ পাউন্ড অব্দি হয়ে থাকে।

সুতরাং উপরোক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এই বিষয়টি স্পষ্ট যে, জোনাথান নামক কচ্ছপটি বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী হলেও সম্প্রতি ভাইরাল হওয়া কচ্ছপের ছবিটি জোনাথান নামক কচ্ছপের নয়। মূলত ছবিটি অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় থাকা গ্যালাপাগোস কচ্ছপের যার বয়স আনুমানিক পঞ্চাশ বছর। এই ছবিটিকেই জোনাথান কচ্ছপের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM