আন্তর্জাতিক

রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণের দাবিটি মিথ্যা

প্রকাশ: মে ২৩, ২০২২ ০১:১৫ PM

বিগত কয়েক মাস ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দর শহর মারিওপোল দখল করার কথা জানান এবং মারিওপোলে অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত কারখানা আজভস্টাল স্টিল প্ল্যান্ট অবরুদ্ধ করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ান সেনাদের একটি ছবির সাথে মার্কিন জেনারেল এরিক ওলসনের একটি ছবি জুড়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, আজভস্টাল থেকে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন মার্কিন জেনারেল এরিক ওলসন। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট সামনে আসার পর অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

Mizanur Rahman নামের একটি ফেসবুক আইডি থেকে মে ২২, ২০২২ তারিখে ছবিটি যুক্ত করে দেয়া একটি পোস্টে উল্লেখ করা হয়,

আজভস্টাল থেকে আত্মসমর্পণ করেছেন: মার্কিন জেনারেল এরিক ওলসন, ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল জন বেইলি এবং চারজন ন্যাটো সামরিক প্রশিক্ষক। অফিসিয়াল নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন।

রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণ

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে  রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণ

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতে ভাইরাল হওয়া ছবিটির উপরের অংশটুকু ক্রপ করে তা দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে Sputnik Images নামের রাশিয়ান ফটো এজেন্সির একটি ওয়েবসাইট সামনে আসে, যেখানে হুবুহু ছবিটি দেখতে পাওয়া যায় এবং ছবিটি এপ্রিল ১৪, ২০২২ তারিখে আপলোড করা হয়েছিলো বলে দেখা যায়। কিন্তু আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে সৈন্য অপসারণের কাজ শুরু হয় মে ১৬, ২০২২ তারিখে । 

তাছাড়া সেখানে ছবিটি সম্পর্কে বলা আছে,

Ukrainian prisoners of war attend an event in memory of those killed in Luhansk People's Republic as a result of shelling in 2014, in Luhansk, LPR. অর্থাৎ ২০১৪ সালে লুহানস্ক, এলপিআর-এ শেলিং এর ফলে লুহানস্ক পিপলস রিপাবলিকের নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছে ইউক্রেনের যুদ্ধবন্দীরা।

অর্থাৎ ইউক্রেনের যুদ্ধবন্দীদের ২০১৪ সালে লুহানস্ক, এলপিআর-এ শেলিং এর ফলে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার ছবি এটি।

রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণ

ভাইরাল এই ছবিটি যেহেতু এপ্রিল ১৪, ২০২২ তারিখে রাশিয়ান একটি ফটো এজেন্সির ওয়েবসাইটে আপলোড করা হয়েছিলো বলে দেখা যায় এবং আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে সৈন্য অপসারণের কাজ শুরু হয় মূলত মে ১৬, ২০২২ তারিখে, সুতরাং ছবিটি যে তারিখের বলে ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সেই তারিখের আগেই ছবিটি ইন্টারনেটে আপলোড করা হয়েছে বলে দেখা যায়।

রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণ

তাছাড়া পরবর্তীতে এরিক ওলসন সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ দেয়া হলে দেখা যায় মার্কিন স্পেশাল অপারেশন কমান্ডের প্রধান এরিক ওলসন ৩৮ বছর মার্কিন নেভির স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার এই দীর্ঘ কর্মজীবন শেষে ২০১১ সালে তিনি অবসর গ্রহণ করেন।

রুশ সৈন্যদের কাছে মার্কিন জেনারেলের আত্মসমর্পণ

তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ওলসনের উপস্থিতি বা তার গ্রেপ্তারের বিষয়ে কোনো ধরণের সংবাদ কোন গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

এখানে উল্লেখ্য, ইউক্রেনের মারিওপলের ইন্ডাস্ট্রিয়াল সাইটটি নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনী এবং ইউক্রেনীয় আজভ ব্যাটালিয়নের মধ্যে একটি যুদ্ধ চলছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে একটি খবর ছড়ায় যে আজভস্টালের এই ইস্পাত কারখানার বেসমেন্টে একটি বায়ো-ল্যাবরেটরি এবং একটি ন্যাটো ঘাঁটির অস্তিত্ব রয়েছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজভস্টাল স্টিল প্ল্যান্ট অবরুদ্ধ করার নির্দেশ দেন। একইসাথে স্টিল প্ল্যান্টটিতে নিয়মিত চলে রুশ হামলা। ফলশ্রুতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আদেশে সমস্ত সৈন্যরা রুশ অবরোধকারীদের কাছে আত্মসমর্পণ করে। অবশেষে মে ১৬, ২০২২ তারিখে সেখান থেকে সেনা অপসারণ শুরু হয় এবং আজভস্টাল যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।  

সুতরাং উপরোক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট যে, আজভস্টাল থেকে মার্কিন জেনারেল এরিক ওলসন আত্মসমর্পণ করেছেন দাবিতে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্য নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM