আন্তর্জাতিক

যুদ্ধ বিমান নিয়ে মার্কিন স্পিকারের তাইওয়ান সফর?

প্রকাশ: আগস্ট ১০, ২০২২ ০৯:৪৪ AM

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটিতে চীনের সামরিক অভিযান চালানোর ঘোষণা আসে। উত্তাল হয়ে উঠে বিশ্ব রাজনীতি। নতুন একটি যুদ্ধের উদ্বেগ শুরু হয়েছে বিশ্বে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সেটিকে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে তাইওয়ানে যাওয়ার ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে বেশ কয়েকটি জাহাজ রয়েছে এবং আকাশে কয়েকটি যুদ্ধ বিমান উড়ছে। ভাইরাল দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

সম্প্রতি  Golam Kibria Totoul নামের ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়,

তাইওয়ানে যাওয়ার সময় ন্যান্সি পেলোসি একটি সাবমেরিন এবং একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যুক্ত নৌবহর এবং ২০ টি যুদ্ধ বিমান কতৃক নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন নিম্নকক্ষের একজন স্পিকারের জন্য এটি একটি গর্বের বিষয় হলেও,

সে হয়তো ইতিহাসের সবচেয়ে অসম্মানজনক রাষ্ট্রীয় অতিথি হয়ে থাকবেন এবং তার এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি নোংরা পররাষ্ট্রনীতির উদাহরণ হয়ে থাকলো

তাইওয়ানে যাওয়ার সময় ন্যান্সি পেলোসি একটি সাবমেরিন এবং একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যুক্ত নৌবহর এবং ২০ টি যুদ্ধ বিমান কতৃক নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন। নিম্নকক্ষের একজন স্পিকারের জন্য এটি একটি গর্বের বিষয় হলেও,  সে হয়তো ইতিহাসের সবচেয়ে অসম্মানজনক রাষ্ট্রীয় অতিথি হয়ে থাকবেন। এবং তার এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি নোংরা পররাষ্ট্রনীতির উদাহরণ হয়ে থাকলো।

এই রকম আরও কিছু পোস্ট এখানে, এখানেএখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Tinuod TV নামের ইউটিউব চ্যানেলে হুবহু এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০২১ সালের ১৫ এপ্রিল তারিখে আপলোড করা হয়েছে।

ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে,

JUST IN, US NAVY WARSHIP umaaligid na sa WEST PHILS. SEA...Magkakagirian na ata.

অর্থাৎ

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ পশ্চিম ফিলিপাইনের সাগরে ঘুরছে। একটা যুদ্ধ হতে চলেছে।

এখান থেকে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল এই ভিডিওটি সম্প্রতির নয়, এক বছর পুরনো এবং ন্যান্সি পেলোসির সম্প্রতির তাইওয়ান সফরের সাথে কোনরকমভাবেই সম্পর্কিত নয়। এটি আমেরিকা-ফিলিপাইন যুদ্ধ মহড়ার ভিডিও।  

JUST IN, US NAVY WARSHIP umaaligid na sa WEST PHILS. SEA...Magkakagirian na ata.

এছাড়া, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের সময় তাকে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান দ্বারা নিরাপত্তা দেওয়ার কোনও তথ্য আমরা খুঁজে পাইনি।

তবে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিন রাজনীতিক ন্যান্সি পেলোসি স্বশাসিত এই দেশটি সফরে যাওয়ার পর। চীন দাবি করে তাইওয়ান তাদের দেশেরই অংশ, এবং ন্যান্সি পেলোসির এই সফর তাদের এতটাই ক্ষুব্ধ করেছে যে, তারা তাইওয়ানের চারিদিকের সমুদ্রে এক বিরাট সামরিক মহড়া চালিয়েছে।

এ ব্যাপারে বিবিসি বাংলা নিউজের বিস্তারিত প্রতিবেদন দেখুন। যার শিরোনামে উল্লেখ করা হয়, তাইওয়ান: দ্বীপটির চারপাশে চীনের বিশাল সামরিক মহড়ার আসল তাৎপর্য।

তাইওয়ান: দ্বীপটির চারপাশে চীনের বিশাল সামরিক মহড়ার আসল তাৎপর্য।

উপরোক্ত তথ্য যাচাইয়ের পর এটা স্পষ্ট যে, দাবিটি ভুল ও ভিত্তিহীন। আমেরিকা ও ফিলিপিনের যুদ্ধের মহড়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন, প্রতি মুহুর্তের সত্য জানতে চেক ফ্যাক্টের সাথে থাকুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM