আন্তর্জাতিক

ব্রাজিল সমর্থকদের ব্রাজিল ফুটবল দলের বাসে হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২২ ০৮:৫৮ AM

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব। সম্প্রতি ক্রোয়োশিয়ার বিপক্ষে বিশ্বকাপে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এরই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে ব্রাজিল টিমকে পঁচা ডিম ছুঁড়েছে ব্রাজিলিয়ানরা। ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১২ ডিসেম্বর, ২০২২ তারিখে Md Aziz নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

ব্রাজিল টিম যখন দেশে যায়

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ব্রাজিল ফুটবল টিমের খেলোয়াড়দের বাসে ডিম ছুড়ে মারার কোন ঘটনা ঘটেছে কি না জানতে গুগলে কী ওয়ার্ড সার্চ করলে এ সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পায়নি। পরবর্তীতে ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে ২৭ শে মার্চ, ২০১৮ সালে প্রকাশিত ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের একটি নিউজ সামনে আসে। নিউজের বিস্তারিত অংশ বাংলায় অনুবাদ করলে জানা যায় যে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানাতে প্রাক্তন রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরোধীরা তার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা করেছে। নিউজটিতে ভাইরাল ভিডিওটি খুঁজে না পাওয়া গেলেও সেখানে ডিম ছুড়ে মারা বাসের ভিতরের অংশের একটি ভিডিও পাওয়া যায়। যেখানে দেখা যায় বাইরে থেকে কিছু লোক বাস লক্ষ্য করে ডিম ছুড়ে মারছে।

এছাড়া অষ্ট্রেলিয়ান গণমাধ্যম The Sydney Morning Herald এর “Shots fired at Brazil ex-president Lula’s campaign buses” শিরোনামেও একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এই ভিডিওটিই প্রায় ৩ মাস পর অর্থাৎ ২০১৮ সালের জুলাই মাসে ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পরার পর বাড়ি ফেরার সময়ে দর্শক কর্তৃক হামলার ঘটনা দাবীতে টুইটারে প্রথম প্রকাশ করা হয়।

তখনও ২০১৮ সালে এই ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কিছু ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার হলেও এটি মূলত ২০১৮ সালের পুরোনা ও ভিন্ন ঘটনার। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিল হেরে যাওয়ায় ব্রাজিল ফুটবল টিমের বাসে ব্রাজিল সমর্থক কর্তৃক হামলার দাবিতে সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM