আন্তর্জাতিক

জাপানের সুনামির ভিডিও কিন্তু বলা হলো পাকিস্তানের বন্যার

প্রকাশ: আগস্ট ২১, ২০২২ ০৭:০৫ AM

সম্প্রতি পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের এই বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার দৃশ্য। পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সাথে ভাইরাল ভিডিওটির দৃশ্য কিছুটা অসামঞ্জস্য মনে হওয়ায় ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

Kasimpol Vlog নামের একটি ফেসবুক পেজ থেকে ৩.২৬ মিনিটের ভিডিওটি পোস্ট করে ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

জাপানের সুনামির ভিডিও কিন্তু বলা হলো পাকিস্তানের বন্যার

এমন দাবিতে ফেসবুকে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

জাপানের সুনামির ভিডিও কিন্তু বলা হলো পাকিস্তানের বন্যার

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ভিডিওটি থেকে বেশ কয়েকটি ফ্রেমে স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে FNN311 নামের ভেরিফাইড একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি অক্টোবর ২৬, ২০১২ তারিখে আপলোড করা হয়েছিল বলে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ছিল, Tsunami surging in the Minato district of Ishinomaki City অর্থাৎ ইশিনোমাকি শহরের মিনাটো জেলায় সুনামি । তাছাড়া ভিডিওটির বর্ণনা অনুসারে, এটি ১১ মার্চ, ২০১১ সালে জাপানে আঘাত হানা সুনামির একটি ভিডিও। এছাড়া ভিডিওটির বর্ননায় আরও বলা আছে যে, কোইচি আবে নামের ইশিনোমাকি গ্যাস কোং লিমিটেডের একজন কর্মচারী ইশিনোমাকি মাছ ধরার বন্দরের কাছে মায়োজিঞ্চোতে ইশিনোমাকি গ্যাস কোং লিমিটেডের সদর দফতরের ভবনের ছাদ থেকে এই ছবিটি তুলেছেন৷   

পরবর্তীতে এই ভিডিওর বর্ণনার সূত্র ধরে ইশিনোমাকি গ্যাস কোং লিমিটেডের সুনামি পরবর্তী অবস্থার ছবি দেখতে গুগলে কী-ওয়ার্ড সার্চ করা হলে প্রাপ্ত ছবির সাথে ভিডিওর দৃশ্য হুবুহু মিলে যায়। এসব তথ্য-প্রমাণ থেকে এবিষয়টি নিশ্চিত যে ভিডিওটি জাপানের ইশিনোমাকি শহরেই তোলা হয়েছে।  

জাপানের সুনামির ভিডিও কিন্তু বলা হলো পাকিস্তানের বন্যার

এছাড়া ভিডিওটি থেকে নেয়া কী-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চে ভাইরাল ভিডিওটি takuro Suzuki নামে অন্য আরেকটি ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়। সেখানেও ভিডিওটির শিরোনাম ও বর্ণনায় এটি ২০১১ সালে জাপানে আঘাত হানা একটি সুনামির দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া ইউটিউব চ্যানেলে ভিডিওটি ডিসেম্বর ১৮, ২০১১ তারিখে আপলোড করা হয়েছিল বলে দেখা যায়।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ভাইরাল এই ভিডিওটি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার কোন ভিডিও নয়। মূলত ২০১১ সালে জাপানে আঘাত হানা সুনামির একটি ভিডিও এটি। কোইচি আবে নামের জাপানের ইশিনোমাকি গ্যাস কোং লিমিটেডের একজন কর্মচারী কোম্পানির সদর দফতরের ভবনের ছাদ থেকে এই ভিডিওটি ধারণ করেন। জাপানের সুনামির পুরনো সেই ভিডিওটিকেই পাকিস্তানের সাম্প্রতিক বন্যার ভিডিও বলে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।    

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM