আন্তর্জাতিক

ভিডিওটি ইউক্রেন প্রতিরক্ষা ভবনে রুশ হামলার?

প্রকাশ: এপ্রিল ২৫, ২০২২ ০৫:০২ AM

বিগত কয়েকমাস ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, পরপর তিনটি মিসাইলের আঘাতে একটি ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, রাশিয়ার ছোড়া তিনটি মিসাইলের আঘাতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনটি ধ্বংস করে দেয়া হয়েছে। এই ভিডিওটির সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।   

ভাইরাল তথ্যঃ

Bhawanesh Deora নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিটের এই ভিডিওটি শেয়ার করে লিখা হয়েছে, *Three missiles, the Ukrainian Ministry of Defense building was instantly razed to the ground.* Before the Russian troops launched the missile, they did two strange things: 1. Notify foreign reporters to shoot nearby 2. Notify all people in the building to evacuate.The missile accurately blasted the ground floor and caused the building to collapse, and finally shot the middle*Not an indiscriminate shooting, it is purely to shock Ukraine!*

অর্থাৎ ‘তিনটি ক্ষেপণাস্ত্র, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনটি তাৎক্ষণিকভাবে মাটিতে বিধ্বস্ত হয়। রুশ সেনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দুটি অদ্ভুত কাজ করেছিলঃ ১। কাছাকাছি থেকে ভিডিও করার জন্য বিদেশী সাংবাদিকদের অবহিত করেছিল ২। বিল্ডিংয়ের সমস্ত লোককে সরে যেতে অবহিত করেছিল। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে গ্রাউন্ড ফ্লোরে বিস্ফোরণ ঘটায় ও ভবনটি ধ্বসে পড়ে। অবশেষে একটি ক্ষেপণাস্ত্র ভবনের মাঝ বরাবর আঘাত করে।’  

তাছাড়া Abhram Abhi নামের অন্য আরেকটি ফেসবুক আইডি থেকে গত এপ্রিল ২১, ২০২২ তারিখে ভিডিওটি পোস্ট করে লিখা হয়,  

রাশিয়ার ছোড়া তিনটি মিসাইল মুহুর্তেই শেষ করে দিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিল্ডিং!!! আর যুদ্ধ নয়, শান্তি চাই...

এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতেই ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নেয়া হয়। তারপর স্ক্রিনশটগুলো দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে দেখা যায় ভিডিও ক্লিপটি মে ১৪, ২০২১ সালে আন্তর্জাতিক গণমাধ্যম ABC News এর ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। সেখানে ভিডিওটির ক্যাপশন ছিল- Video shows the moment an Israeli airstrike hit and leveled the 14-story Al-Shorouk Tower in Gaza amid an escalating conflict between Israel and Hamas, অর্থাৎ "ইজরায়েল এবং হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গাজার ১৪ তলা আল-শোরুক টাওয়ারে ইসরায়েলি হামলার মুহূর্তটি ভিডিওতে দেখানো হয়েছে।"   

ABC News এর টুইটার একাউন্টে ক্যাপশনসহ ভিডিওটি পাওয়ার পর, এর উপর ভিত্তি করে গুগল কী-ওয়ার্ড সার্চ করলে এ বিষয়ে মে ১২, ২০২১ তারিখে প্রকাশিত মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক পোস্ট এর “Dramatic videos show Gaza tower collapsing amid Israel-Hamas conflict অর্থাৎ ‘নাটকীয় এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে গাজায় একটি টাওয়ার ধ্বসে পড়ছে’ শিরোনামে একটি প্রতিবেদন সামনে আসে। এই প্রতিবেদনটিতেও উক্ত ভিডিওটি পাওয়া যায় ।

তাছাড়া ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশট দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ভিত্তিক সংবাদ সংস্থা Middle East Eye  এর ভেরিফাইড টুইটার একাউন্টেও মে ১২, ২০২১ তারিখে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। এখানেও ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, Footage of the collapse of the 16-story Al Shorouk tower in Gaza after Israeli air strikes.  The residential building also housed local and foreign media outlets. অর্থাৎ ‘ইসরায়েলি বিমান হামলার পর গাজার ১৬ তলা আল শোরুক টাওয়ার ধ্বসে পড়ার ফুটেজ। আবাসিক ভবনটিতে দেশি-বিদেশি মিডিয়া আউটলেটও ছিল।’

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্টভাবে বলা যায় যে, রাশিয়ার ছোড়া তিনটি মিসাইলের আঘাতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনটি ধ্বংস করে দেয়া হয়েছে দাবিতে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে তা সত্য নয়। মূলত ইসরায়েলি বিমান হামলার পর গাজার ১৬ তলা আল শোরুক টাওয়ার ধ্বসে পড়ার ফুটেজকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে রুশ হামলা বলে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM