আন্তর্জাতিক

কোকেন আসক্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি!

প্রকাশ: মে ০৮, ২০২২ ০৫:৫২ AM

বিগত কয়েক মাস ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি একটি ভিডিও কনফারেন্সে টেসলা মোটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সাথে যুক্ত আছেন। ১৬ সেকেন্ডের সেই ভিডিওটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি যে ডেস্কে বসে ভিডিও কনফারেন্সটি করছিলেন তার একপাশে সাদা পাউডারের মত কিছু একটা দেখতে পাওয়া যায়।  দাবি করা হয়, টেবিলে থাকা সাদা পাউডারের মত বস্তুটি আসলে কোকেইন এবং প্রেসিডেন্ট জেলেনেস্কি কোকেইনে আসক্ত।  এই ভিডিওটির সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কী পেলাম আমরা।     

ভাইরাল তথ্যঃ

George নামের একটি টুইটার একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লিখা হয়েছে Zelensky and his inner circle of associates are on cocaine.  Zelensky's drug gang is leading Ukraine into despair. অর্থাৎ জেলেনস্কি এবং তার সহযোগীরা কোকেইনের উপর আছে। জেলেনস্কির এই ড্রাগ গ্যাং ইউক্রেনকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে।  

এছাড়া Eddy Lukasiewicz নামের একটি ফেসবুক আইডি থেকে এপ্রিল ২৩, ২০২২ তারিখে সেই ভিডিওটি শেয়ার করে প্রেসিডেন্ট জেলেনেস্কির কোকেইন আসক্তির বিষয়টি উল্লেখ করা হয়।  

এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নেয়া হয়। তারপর স্ক্রিনশটের মাধ্যমে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে মার্চ ৬, ২০২২ তারিখে প্রেসিডেন্ট জেলেনেস্কির ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা ১৩ সেকেন্ডের সেই একই ভিডিও সামনে আসে।

তবে এই ভিডিওটিতে প্রেসিডেন্ট জেলেনেস্কির ডেস্কে সাদা পাউডার সদৃশ কোন কিছু দেখা যায়নি। 

তাছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান  মার্চ ৬, ২০২২ তারিখে প্রেসিডেন্ট জেলেনেস্কির সাথে ইলন মাস্কের ভিডিও কনফারেন্স নিয়ে Zelenskiy invites Elon Musk to Ukraine after war following Starlink commitment অর্থাৎ ‘স্টারলিংক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে যুদ্ধের পর ইলন মাস্ককে ইউক্রেনে আমন্ত্রণ জানান জেলেনস্কি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে সেই ভিডিওটি যুক্ত থাকতে দেখা যায়। দ্য গার্ডিয়ান প্রকাশিত উক্ত ভিডিওতেও প্রেসিডেন্ট জেলেনেস্কির ডেস্কে কোন ধরণের সাদা পদার্থের উপস্থিতি দেখা যায়নি।

এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি একই তারিখে ভিডিওটিসহ Ukraine war: President Zelensky invites Elon Musk to visit অর্থাৎ ‘ইউক্রেন যুদ্ধ: প্রেসিডেন্ট জেলেনস্কি এলন মাস্ককে সফরের আমন্ত্রণ জানিয়েছেন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেই ভিডিওটিতেও প্রেসিডেন্ট জেলেনস্কির ডেস্কে সাদা পাউডার জাতীয় কোন কিছু ছিল না।

সুতরাং উপরোক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট যে, প্রেসিডেন্ট জেলেনেস্কি কোকেইনে আসক্ত দাবিতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে তা সত্য নয়। মূলত ইলন মাস্কের সাথে প্রেসিডেন্ট জেলেনেস্কির অনলাইন কনফারেন্সের সেই ভিডিওটি এডিট করে মিথ্যা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM