আন্তর্জাতিক

রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় কি বেদমন্ত্র পাঠ করা হয়েছে?

প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২২ ০১:৩০ PM

গত ৮ সেপ্টেম্বর মারা গিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বেদমন্ত্র পাঠের ভিডিও এটি। ভিডিওটি সামনে আসার সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১১ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সুরনন্দন নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

আজ ব্রিটেনেও রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় উচ্চারিত হলো অপৌরুষেয় বেদের পবিত্র বেদমন্ত্র ! পবিত্র বেদমন্ত্রধ্বনিতে উদ্ভাসিত হলো তথাকার আবহমণ্ডল ! এইভাবেই ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতীয় চির শাশ্বত সনাতন বৈদিক সংস্কৃতি তথা ঋষিধারা ! যার সূচনা হয়েছিল স্বামী বিবেকানন্দের বিশ্ব পরিক্রমার মাধ্যমে । সুতরাং ভারতীয় প্রাচীন ঋষিদের অবিশ্বাস্য অকল্পনীয় নিরলস তপস্যা সাধনা ও গবেষণার ফসল এই বিশ্বনন্দিত ও বিশ্বস্বীকৃত অপৌরুষেয় বেদ ও কালজয়ী দুর্লভ গ্রন্থসকল যা আজও বিশ্বের দরবারে বিষ্ময়কর ও গবেষণার বিষয় বলে গণ্য হয়েছে ! তাই, এই শাশ্বত সনাতন বৈদিকধর্ম্ম ও ঋষিধারা কোনোদিনও বিলুপ্ত হবে না এই ব্রহ্মাণ্ড থেকে !

একই দাবিতে ফেসবুকে এমন আরেকটি পোস্ট দেখুন এখানে

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে Channel24 এর ওয়েবসাইটে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর শিরোনামে একটি সংবাদ খুঁজে পায়। যেখানে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে যুক্তরাজ্যের হাউজ অব কমেন্স। তার মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং আগামীতে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ।

এছাড়া রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পর্কে আরো কিছু নিউজ পড়ুন এখানে এবং এখানে

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে এখনো রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় নি। সুতরাং ভিডিওটি রাণীর অন্ত্যেষ্টিক্রিয়ার নয়।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজ পেতে ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করা হলে WildFilmsIndia নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ২৫মে,২০১৯ সালে প্রকাশিত এই ভিডিওটির শিরোনাম হলো British students perform Sanskrit shlokas at the Queen's Baton Relay 2010 অর্থাৎ কুইন্স ব্যাটন রিলে ২০১০-এ ব্রিটিশ ছাত্ররা সংস্কৃত শ্লোক পরিবেশন করছে। ইউটিউবে প্রাপ্ত এই ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, দ্বিতীয় রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এবং ভাইরাল ভিডিওটি ২০১০ সালে কুইন্স ব্যাটন রিলেতে ব্রিটিশ ছাত্রদের সংস্কৃত শ্লোক পরিবেশন করার। সুতরাং, রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় বেদমন্ত্র পাঠের দাবিটি মিথ্যা।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM