আন্তর্জাতিক

ফ্রান্সে নামাজরত অবস্থায় মুসলমানদের উপর হামলার ভিডিওর সত্যতা কি?

প্রকাশ: মে ১২, ২০২২ ১২:৫৯ PM

সম্প্রতি অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ফরাসি রাজনৈতিক প্রার্থীদের ইসলামফোবিয়া এবং সরাসরি বর্ণবাদী আচরণ ও মতামতের বহিঃপ্রকাশকে কেন্দ্র করে একাধিক ভিডিও, ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় বসে থাকা কিছু মানুষের উপর হঠাৎ করেই জলকামান নিক্ষেপ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ফ্রান্সের রাস্তায় নামাজ আদায় করার সময় প্রার্থনারত মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে। এমন দাবিতে ভিডিওটি সামনে আসার পর এর সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।      

জানতে চেক ফ্যাক্ট টিম অনুসন্ধানে নামে। চলুন দেখে নেয়া যাক অনুসন্ধানে কি পেলাম আমরা।      

ভাইরাল তথ্যঃ

Tapan Pramanik নামের একটি ফেসবুক আইডি থেকে মে ০৭, ২০২২ তারিখে ২০ সেকেন্ডের সেই ভিডিওটি শেয়ার করে লেখা হয়,

শেষ পর্যন্ত ফ্রান্স কাজ শুরু করে দিয়েছে রাস্তা দখল করে নামাজীদের তুলে দিচ্ছে রাস্তার থেকে

আশাকরি এবারেও দেখতে পাবো "বয়কট ফ্রান্স"

নামের নাটক কিছু দেশ

এখন পর্যন্ত পোস্টটিতে ৩৩৫ টি রিয়েক্ট করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে ১৪১ বার।

তাছাড়া Dipak Dipak নামের অন্য আরেকটি ফেসবুক আইডি থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়,

চেক ফ্যাক্ট অনুসন্ধান

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে নভেম্বর ০৯, ২০১২ তারিখে Yüksekova Haber Portalı নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল বলে দেখা যায়। অর্থাৎ এ থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি বর্তমান সময়ের নয়।

তাছাড়া গুগল ট্রান্সলেটরে দেখা যায়, ভিডিওটির ক্যাপশন টার্কিশ ভাষায় লেখা যার বাংলা অর্থ হয়: সিভিল ফ্রাইডে প্রেয়ারে উপস্থিত অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে একইসাথে ইউটিউব চ্যানেলের নামটিও টার্কিশ ভাষায় লেখা যার ইংরেজি রুপ হয়, Yuksekova News Portal       

এছাড়া Yuksekova News Portal নামটি গুগলে সার্চ করলে দেখা যায় Yuksekova বা ইয়কসেকোভা মূলত তুরস্কের একটি প্রভিন্সের জেলার নাম।   

এ থেকে কিছুটা ধারণা করা যায় ভিডিওর ঘটনাটি তুরস্কের হতে পারে। তবে এ সম্পর্কে নির্দিষ্ট কোন প্রমাণ না পাওয়ায় ভিডিওটির ক্যাপশনকে সূত্র হিসেবে ব্যবহার করে সার্চ করলে তুরস্ক ভাষায় একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে ভাইরাল ভিডিওটির ফুটেজ হুবহু মিলে যায়। পরবর্তীতে প্রতিবেদনটি ইংরেজিতে ট্রান্সলেট করলে দেখা যায় সেখানে উল্লেখ আছে,  

In order to draw attention to the hunger strike initiated by the prisoners in prisons, the police intervened in the sit-in protest of the crowd gathered in front of the BDP District building in Yüksekova, with an armored vehicle, gas bombs and water cannons.

অর্থাৎ জেলের কয়েদিদের অনশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে কিছু লোক ইয়কসেকোভা জেলার বিডি বিল্ডিং-এর সামনে একটি প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছিল সেই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান কাঁদানে গ্যাস ব্যবহার করে  

এখানে উল্লেখ্য যে, ২০১১ সাল থেকেই ফ্রান্সে রাস্তায় নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে সেময় আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সবিবিসি’তে দুটি প্রতিবেদনও প্রকাশিত হয়। 

 

সুতরাং উপরোক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট যে, ফ্রান্সের রাস্তায় নামাজ আদায়ের সময় মুসুল্লীদের তুলে দেয়া হয়েছে দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মূলত ফ্রান্সের ঘটনা নয় তুরস্কের ইয়কসেকোভা শহরে জেলের কয়েদিদের অনশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এক দল নাগরিক প্রতিবাদ সভার আয়োজন করলে সেই জনতাকে ছত্রভঙ্গ করার ভিডিও এটি

তাছাড়া সম্প্রতি ফ্রান্সের রাস্তায় মুসুল্লীদের ঈদের নামাজ আদায় শিরোনামে রাশিয়ার মস্কোতে ক্যাথিড্রাল মসজিদের সামনের রাস্তায় ঈদের দিন মুসুল্লীদের নামাজ আদায়ের পুরানো ভিডিওকে মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছিলো। এই মিথ্যা দাবিটিরও ফ্যাক্ট চেক রিপোর্ট করেছে টিম চেক ফ্যাক্ট। 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM