আন্তর্জাতিক

মাইকেল জ্যাকসন এর কোন গানটি ইহুদিরা প্রকাশ হতে দেয়নি?

প্রকাশ: মে ০৯, ২০২২ ০৫:৩৩ AM

মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদীরা প্রকাশ হতে দেয়নি সম্প্রতি এই শিরোনামে একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপে শেয়ার হয়। উক্ত ভিডিওটির পেছনের তথ্যানুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। আসুন দেখি কি তথ্য-উপাত্ত পেলাম আমরা।

 

প্রচারিত সংবাদ-

জুলাই ২৭, ২০২১ তারিখে Syed Masum Elahi ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, “মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান, যেটা ইহুদীরা প্রকাশ হতে দেয়নি।

Collected

এই ভিডিটির পূর্বেও ২০১৭ এবং ২০১৮ সালে উক্ত ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

২০১৭ সালের নভেম্বর ৬ তারিখে Mizanur Rahman Sumon  ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছিলেন, The song of KAABA ... মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান, যেটা ইহুদীরা কখনওই প্রকাশ হতে দেয়নি

জুন ৮, ২০১৮ তারিখে Faruque Ahmmed Monir ভিডিওর ক্যাপশনে লেখেন, Yes I love this heart touching song 💑 যতবার শুনি ততবারই ভালো লাগে 👏 মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদীরা প্রকাশ হতে দেয়নি গানটা শুনে দেখতে পারেন মন ছুয়ে যাবে ❤❤❤ সংগৃহীত

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটির মূল ঘটনা জানতে টিম চেক ফ্যাক্ট সাহায্য নিয়েছে Shazam নামক অ্যাপ্লিকেশনের। এই অ্যাপ্লিকেশনটি ডিভাইসে সংযুক্ত মাইক্রোফোন ব্যবহার করে সঙ্গীত, চলচ্চিত্র, বিজ্ঞাপন, এবং টেলিভিশন শো খুঁজে বের করতে পারে।

কম্পিউটারে গানটি চালিয়ে মোবাইলে ইন্সটল করা Shazam অ্যাপ্লিকেশনে Tap to Shazam অপশনে ক্লিক করে আমরা সাউন্ড ট্র্যাকটির সামনে রাখার ৫ সেকেন্ডেই আমাদের সামনে গানটির মূল ইউটিউব লিঙ্ক সহ গায়কের সকল তথ্য চলে আসে। ভাইরাল হওয়া ও Shazam থেকে প্রাপ্ত দুটি ট্র্যাক শোনার পরে আমরা নিশ্চিত হই যে অডিও ট্র্যাক দুটি একই গানের।

মোবাইল থেকে নেওয়া Shazam অ্যাপের স্ক্রিনশট

Shazam অ্যাপে সংযুক্ত ইউটিউব লিঙ্কে যেয়ে দেখা যায়, গানটির নাম Waiting For The Call, যার গায়ক Irfan Makki যিনি একজন পাকিস্তানী বংশোদ্ভুত কানাডিয়ান গায়ক। উক্ত গানটির প্রকাশকাল জুলাই ৩০, ২০১২ সালে। অর্থাৎ এটি প্রায় ১০ বছর আগের। 

অর্থাৎ, মাইকেল জ্যাকসনের গাওয়া গান ইহুদিরা প্রকাশ করতে দেয়নি শিরোনামে ভাইরাল হওয়া ভিডিওটির গায়ক মাইকেল জ্যাকসন নন ইরফান মাক্কী নামক গায়কের গানের সাথে ভিডিও সংযুক্ত করে মাইকেল জ্যাকসনের গান হিসেবে প্রচার করা হচ্ছে

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM