আন্তর্জাতিক

জেলেনেস্কির ছবিযুক্ত করে পোল্যান্ড ডাক বিভাগের স্ট্যাম্প প্রকাশের দাবিটি মিথ্যা

প্রকাশ: মে ২৪, ২০২২ ১২:১৪ PM

বিগত কয়েক মাস ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির ছবিযুক্ত কিছু ডাকটিকিট পোস্ট করে ক্যাপশনে লিখা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সম্মানে পোল্যান্ড ডাক বিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করেছে এবং এই ডাকটিকিট বিক্রিত অর্থ পরবর্তীতে ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্থদের কল্যাণে ব্যয় করা হবে। এমন দাবিতে ফেসবুকে ও টুইটারে বেশ কয়েকটি পোস্ট সামনে আসার পর অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।    

ভাইরাল তথ্য

Prity Roy নামের একটি ফেসবুক আইডি থেকে গত মে ১৭, ২০২২ তারিখে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির ছবিযুক্ত সেই ডাকটিকিটের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখা হয়,

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সম্মানে পোল্যান্ড ডাক বিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করেছে । পৃথিবীর সাবাই এখন ইউক্রেনকে সমর্থন করছে। রাশিয়ার আগ্রাসন এবার থামবেই...

প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি

তাছাড়া NEXTA নামের বেলারুশ ভিত্তিক একটি গণমাধ্যমে গত মে ১২, ২০২২ তারিখে তাদের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে দেয়া একটি পোস্টে উক্ত ডাকটিকিটের ছবি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়,  

#Poland issued a postage stamp with Zelenskyy's portrait on it. অর্থাৎ পোল্যান্ড জেলেনস্কির প্রতিকৃতি সহ একটি ডাকটিকিট ইস্যু করেছে।

President Vladimir Zelensky

এমন দাবিতে আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান  

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের শুরুতেই পোল্যান্ড পোস্ট অফিসের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কির ছবিযুক্ত ডাকটিকিট প্রকাশের বিষয়ে কোন তথ্য আছে কিনা দেখতে সার্চ করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, পোল্যান্ড পোস্ট অফিসের ওয়েবসাইটে ইউক্রেন নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ থাকলেও ডাকটিকিট প্রকাশের বিষয়ে কোন তথ্য সেখানে নেই। একইসাথে তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতেও এবিষয়ে কোন তথ্য নেই।

President Vladimir Zelensky

পরবর্তীতে ডাকটিকিটের ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে গত মে ১২, ২০২২ তারিখে Tomasz Dereszyński নামের একটি টুইটার একাউন্টে এই ছবিটি দিয়ে টুইট করে পোল্যান্ড পোস্ট অফিসের নাম মেনশন করা হয়েছিল বলে দেখা যায়।

President Vladimir Zelensky

পরবর্তীতে সেই টুইটের নিচে পোল্যান্ড পোস্ট অফিসের একটি রিপ্লে দেখা যায়। রিপ্লেটিতে লেখা আছে,

The stamp with the image of President W. Zelenskiy was ordered by the customer as part of the "My Stamp" service. This service allows you to design a stamp according to your own concept.    @PocztaPolska does not sell these stamps, they are the property of the Customer. অর্থাৎ প্রেসিডেন্ট জেলেনস্কির ছবিসহ স্ট্যাম্পটি "মাই স্ট্যাম্প" পরিষেবার অংশ হিসাবে গ্রাহকের দ্বারা অর্ডার করা হয়েছিল। এই পরিষেবার মাধ্যমে গ্রাহক তার নিজস্ব ডিজাইন অনুযায়ী স্ট্যাম্প অর্ডার করতে পারে। @PocztaPolska এই স্ট্যাম্পগুলো বিক্রি করে না, এগুলো গ্রাহকের নিজস্ব সম্পত্তি।

President Vladimir Zelensky

পরবর্তীতে পোল্যান্ড ডাক বিভাগের ওয়েবসাইটে এই পরিষেবার পেজটি খুঁজে পাওয়া যায়।

President Vladimir Zelensky

 

তাছাড়া গুগল রিভার্স ইমেজ সার্চে Łukasz Wantuch নামে একটি ফেসবুক আইডিও পাওয়া যায় যেখানে মে ১০, ২০২২ তারিখে ডাকটিকিটের ছবিগুলো যুক্ত করে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখে পোস্ট করা হয়েছিলো বলে দেখা যায়। পরবর্তীতে দেখা যায়, ফেসবুক আইডিটি পোল্যান্ডের একজন সিটি কাউন্সিলরের এবং তিনিই পোল্যান্ড ডাক বিভাগের ওয়েবসাইটে "মাই স্ট্যাম্প" পরিষেবাটি ব্যবহার করে নিজস্ব ডিজাইনে এই ডাকটিকিটগুলো অর্ডার করেছিলেন। এছাড়া এই স্ট্যাম্প বিক্রির অর্থ ইউক্রেনে মানবিক কাজে ব্যয় করবেন বলেও তিনি তার এই স্ট্যাটাসে উল্লেখ করেন।  

President Vladimir Zelensky

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়টি স্পষ্ট যে, ইউক্রেন প্রেসিডেন্টের ছবিযুক্ত করে পোল্যান্ড ডাক বিভাগ অফিসিয়াল স্ট্যাম্প প্রকাশ করেছে মর্মে যে দাবিটি করা হচ্ছে তা সত্য নয়। মূলত পোল্যান্ডের একজন সিটি কাউন্সিলর পোল্যান্ড ডাক বিভাগের ওয়েবসাইটে "মাই স্ট্যাম্প" পরিষেবাটি ব্যবহার করে নিজস্ব ডিজাইনে এই ডাকটিকিটগুলো অর্ডার করেছিলেন।  

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্যিই কি সৌদি আরবে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়েছে?
মার্চ ২৬, ২০২৩ ০৭:১৯ AM
আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই?
মার্চ ০৯, ২০২৩ ০১:২৩ PM
ফাটল ধরা পিলারের ছবিটি বাংলাদেশের নয়
মার্চ ০২, ২০২৩ ১১:১১ AM
চীন-তাজিকিস্তান সীমান্তে সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে পুরোনো ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ ১২:১৭ PM
তুরস্কের অভিনেতা বুরাক ওজচিভিতের ভিডিওটি ভূমিকম্প উদ্ধারকার্যের নয়
ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ১২:১০ PM
টিভি সিরিজের অভিনয় দৃশ্যকে তুরস্ক ভূমিকম্পের ছবি দাবিতে প্রচার
ফেব্রুয়ারী ১২, ২০২৩ ১২:৩২ PM
মক্কায় তুষারপাতের ঘটনা কি সত্য?
জানুয়ারী ১৪, ২০২৩ ১১:২৩ AM
বিশ্বকাপ ফাইনালে মেসিকে পরিয়ে দেয়া বিস্তটি বগুড়ায় তৈরি?
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৪৭ PM