তথ্য প্রযুক্তি

মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির হাতে ফিলিস্তিনের পতাকাসহ একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, মেসি ফিলিস্তিনের পাশে আছে। দাবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

 

ভাইরাল তথ্য

গত ০১ নভেম্বর Ariyan Rakib নামের একটি ফেজবুক আইডি থেকে আলোচিত ছবিটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়, "Today's the best Photo" 

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

 

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ছবির সাথে মেসির ভেরিফায়েড ফেসবুক পেজের নাম যুক্ত থাকতে দেখে টিম চেক ফ্যাক্ট। উক্ত সূত্র ধরে মেসির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো পোস্ট করা হয়েছে কিনা তা জানতে পেজটি পর্যবেক্ষণ করে উক্ত ছবি সম্বলিত কোনো পোস্ট খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

 

তবে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে আর্জেন্টিনান ফুটবল তারকা লিওনেল মেসির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২১ সালের ১১ মে প্রচারিত একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেই ছবিটির সাথে ফিলিস্তিনের পতাকা হাতে লিওনেল মেসির যেই ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে সেটির মিল পাওয়া যায়। এই ছবিটিতে মেসির হাতে ক্রীড়া সামগ্রী বিপণন প্রতিষ্ঠান আইকনস ডটকমের একটি কার্ড দেখা যাচ্ছে।

 

পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টের সূত্র অনুযায়ী আইকনসের ওয়েবসাইটে গিয়ে "Lionel Messi & Andres Iniesta Official FC Barcelona Signed and Framed Captain's Armband" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

অর্থাৎ, ক্রীড়া সামগ্রী বিপণন প্রতিষ্ঠান আইকনস ডটকমের বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির কার্ড হাতে তোলা মেসির ছবিকে সম্পাদনা করে ফিলিস্তিনের পতাকা যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে মেসির ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে উক্ত যুদ্ধ কারো পক্ষাবলম্বন করা নিয়ে কোনো পোস্ট খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

সুতরাং, আর্জেন্টাইন তারকা মেসির হাতে ফিলিস্তিনের পতাকা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM
ওয়ার্কপ্লেস বুলিং বা কর্মক্ষেত্রে হয়রানি কি?
মার্চ ২৭, ২০২২ ১১:২৮ AM