তথ্য প্রযুক্তি

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা' শীর্ষক শিরোনামে একটি নিউজকার্ড অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের নামে প্রচার করা হয়। উক্ত নিউজকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গেল ১ ডিসেম্বর ২০২৩ তারিখে Abdur Rahman Zobayerনামের একটি ফেসবুক আইডি থেকে উক্ত নিউজকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

 "হায়রে সাংবাদিক"

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল নিউজকার্ডে থাকা তারিখ ও ঢাকা মেইলের লোগোর সূত্র ধরে উক্ত গণমাধ্যমটি গত ২৭ নভেম্বর এমন কোনো নিউজকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা জানতে গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তথ্য সম্বলিত কোনো নিউজকার্ড বা সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

তবে ২৭ নভেম্বর গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্বিত পূর্ণিমা" শীর্ষক শিরোনামে প্রচারিত একটি নিউজকার্ড টিম চেক ফ্যাক্টের নজরে আসে। উক্ত নিউজকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের পাশাপাশি ব্যবহৃত ছবির সাথে ভাইরাল নিউজকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। এছাড়া, উক্ত ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের সাথেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত 'গর্ভবতী পূর্ণিমা' শব্দ দ্বয় ব্যতীত বাকি অংশের হুবহু মিল পাওয়া যায়।  

অর্থাৎ, ২৭ নভেম্বর ঢাকা মেইলের ফেসবুক পেজে প্রচারিত এই নিউজকার্ডের শিরোনামে থাকা 'গর্বিত পূর্ণিমা' শব্দ গুচ্ছ বাদ দিয়ে 'গর্ভবতী পূর্ণিমা' শব্দ গুচ্ছ যুক্ত করে ভাইরাল নিউজকার্ডটি তৈরি করা হয়েছে বলে টিম চেক ফ্যাক্টের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

পরবর্তীতে, ভাইরাল এই নিউজকার্ডটিকে 'মিথ্যা প্রচারণা' উল্লেখ করে ঢাকা মেইলের ফেসবুক পেজে গত ০২ ডিসেম্বর প্রচারিত একটি নিউজকার্ড দেখতে পায় টিম চেক ফ্যাক্ট। উক্ত নিউজকার্ডে ‘ঢাকা মেইলের নাম দিয়ে করা কার্ডটি সত্য নয়' বলে জানানো হয়।

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, ঢাকা মেইল আলোচিত দাবি সম্বলিত নিউজকার্ড প্রকাশ করেনি। ঢাকা মেইলের নিউজকার্ডের ডিজাইনে ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা' শিরোনামে ইন্টারনেটে ভাইরাল নিউজকার্ডটি নকল এবং নিউজকার্ডে উল্লেখিত দাবিটি মিথ্যা।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM
ওয়ার্কপ্লেস বুলিং বা কর্মক্ষেত্রে হয়রানি কি?
মার্চ ২৭, ২০২২ ১১:২৮ AM