তথ্য প্রযুক্তি

খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM

গত ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ‘ডিজিটাল, সোশ্যাল  মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ নামে একটি খসড়া প্রবিধান প্রকাশ করে। সেই খসড়া তৈরি হওয়ার পরে জনসাধারণের মতামত নেয়ার জন্য বিটিআরসির ওয়েবসাইটে আপলোড করা হয়। প্রবিধানটি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত মতামত প্রদানের সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৫ মার্চ, ২০২২ পর্যন্ত করা হয়।  এ বিষয়ে একটি নোটিশও দেয়া হয় বিটিআরসির ওয়েবসাইটে।     

এরই ধারাবাহিকতায় মৌলিক অধিকার সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন গত এপ্রিল ১৬, ২০২২ তারিখ সকালে উক্ত খসড়া প্রবিধানটির উপর মতামত প্রদানে এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। সেখানে যুক্ত ছিলেন শিক্ষক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিশিষ্টজনেরা। উক্ত বক্তারা সেমিনারে খসড়া প্রবিধানের পক্ষে-বিপক্ষে নানারকম মত দেন। এ নিয়ে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সংবাদও প্রকাশ করে। তবে বেসরকারি সংবাদ মাধ্যম  সমকাল এ বিষয়ে আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে শিরোনামে একটি সংবাদ প্রকাশ করলে তা মুহুর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতে থাকে। বিটিআরসি’র খসড়া প্রবিধানে এই ধরণের নীতি উল্লেখ আছে দাবি করে বিষয়টি নিয়ে অনেককে ট্রল এবং মিম করতেও দেখা যায়। তাই এই সংবাদের সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধানে নামে। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কী পাওয়া গেল।    

ভাইরাল তথ্যঃ

Zoombangla.com নামের একটি অনলাইন সংবাদ মাধ্যম তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সংবাদটি প্রকাশ করে লিখেছে আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে আপনার

তাছাড়া Mishkat Al Harun নামের একটি ফেসবুক আইডি থেকে যারা কারণে অকারণে মন খারাপের স্ট্যাটাস দেন, তাদের জন্যে আসছে ডিজিটাল আইনে শাস্তির ব্যবস্থা! লিখে বেসরকারি সংবাদ মাধ্যম সমকাল পত্রিকার একটি অংশ বিশেষের ছবি পোস্ট করতে দেখা গেছে। যেখানে শিরোনাম হিসিবে লেখা আছে বিটিআরসির নতুন বিধিমালা আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি  

এরকম পোস্ট আরও দেখতে ক্লিক করুন এখানে, এখা্নে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। অনুসন্ধানের প্রথমেই বেসরকারি সংবাদ মাধ্যম সমকালে প্রকাশিত সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখার চেষ্টা করেছে চেক ফ্যাক্ট টিম। প্রতিবেদনটি পড়ে দেখা যায়, মানবাধিকার কর্মী জাকির হোসেনের সঞ্চালনায় বিটিআরসি’র খসড়া প্রবিধানের উপর মতামত প্রদানের ওয়েবিনারে সূচনা বক্তব্য  দেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদিন মালিক এবং মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষক মাহফুজুল হক সুপন।

সেই খসড়ার উপর মতামত দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মাহফুজুল হক সুপন বলেন- “যে খসরা করা হয়েছে তা সংবিধানের মৌলিক অধিকারের সরাসরি পরিপন্থী। এ বিধিমালা জারি হলে তা দেশের মানুষের মত প্রকাশের অধিকারকে ভীষণভাবে ক্ষুণ্ণ করবে। এমনকি কেউ যদি ফেসবুকে 'আজ আমার মন খারাপ'-এ ধরণের স্ট্যাটাসও দেয়, তাহলে বিটিআরসি'র এই বিধিমালার আওতায় কর্তৃপক্ষ চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।”

অর্থাৎ প্রতিবেদনটি থেকে এই বিষয়টি স্পষ্ট যে, খসড়ার উপর মতামত প্রদানকালে শিক্ষক মাহফুজুল হক সুপন তার বক্তব্যে এই কথা বলেন। এমন ধরণের কোন নীতিমালা খসরাতে উল্লেখ নেই।

তাছাড়া সমকাল সংবাদ পত্রের যে অংশবিশেষের ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রথম প্যারার পূর্ণাঙ্গ অংশটি না থাকায় উল্লেখিত লাইনটি যে নীতিমালার কোন অংশ নয়, বরং বক্তাদের মন্তব্যের একটি অংশ তা সুস্পষ্ট হয়নি। যার ফলে ভুল দাবিতে জনসাধারণের মাঝে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি হয়।

তাছাড়া বিটিআরসি’র ওয়েবসাইটে প্রকাশিত খসড়া প্রবিধানটিতেও এমন ধরণের কোন নীতিমালা টিম চেক ফ্যাক্ট খুঁজে পায়নি।

সুতরাং আজ আমার মন খারাপ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে, বিটিআরসি’র খসড়া প্রবিধানে এই ধরণের নীতি উল্লেখ আছে দাবিতে যে সংবাদ ভাইরাল করা হয়েছে তা সত্য নয়। মূলত বিটিআরসি’র খসড়া প্রবিধানের উপর মতামত দিতে গিয়ে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাহফুজুল হক সুপন। যা পরবর্তীতে বিটিআরসির নতুন বিধিমালা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!
মে ২২, ২০২৩ ১১:২৯ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM
ওয়ার্কপ্লেস বুলিং বা কর্মক্ষেত্রে হয়রানি কি?
মার্চ ২৭, ২০২২ ১১:২৮ AM