তথ্য প্রযুক্তি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো!

প্রকাশ: মে ২২, ২০২৩ ১১:২৯ AM

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে কবরস্তানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের তথ্য ছড়িয়ে পড়ে। দাবিটির সাথে একটি ছবি জুড়ে দেয়া হয় যেখানে দেখা যায় আবু সাঈদ চাঁদকে ধরে নিয়ে যাচ্ছে দুজন পুলিশ সদস্য। তথ্যটি মূহুর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্যঃ 

২২মে, ২০২৩ তারিখে Md Alamgirul Islam  নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 

বঙ্গবন্ধু কন্যা, 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা কুলাঙ্গার আবু সাঈদ চাঁদ কে গ্রেফতার করেছে  বাংলাদেশ পুলিশ। 

তার উপযুক্ত শাস্তি  দাবি জানাই।

ডিম থেরাপি দিয়ে চাঁন্দের দেশে পাঠিয়ে দেওয়া হোক।

এই ছবি ব্যবহার করে একই দাবিতে ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ 

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এখন অব্দি দেশের কোন গনমাধ্যমে এ সংক্রান্ত কোন নিউজ খুঁজে পাওয়া যায় নি। 

পাশাপাশি টিম চেক ফ্যাক্ট রাজশাহী জেলা ও মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে যোগাযোগ করলে তারা নিশ্চিত করে যে সম্প্রতি শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে কবরস্তানে পাঠানোর হুমকির দায়ে এখনো  আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয় নি।  

অতঃপর ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দৈনিক সমকালে গত ১ এপ্রিল, ২০২৩ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহ্বায়কসহ আটক ৭ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়, 

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ।

পাশাপাশি আরো কিছু প্রতিবেদনে গত এপ্রিল ১, ২০২৩ তারিখে  রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। পড়ুন এখানে, এখানে

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ভাইরাল ছবিটি গত ১লা এপ্রিলে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে আটক করার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্তানে পাঠানোর হুমকির ঘটনায় আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে দাবিতে পুরোনো এই ছবিটি প্রচার করা হচ্ছে,  যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

নকল নিউজকার্ডে চিত্রনায়িকা পূর্ণিমার নামে ভুয়া তথ্য
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৪ AM
গণমাধ্যমের সংবাদ বিকৃত করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী আটকের গুজব
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৫৯ AM
মেসির হাতে ফিলিস্তিনের ছবি দাবিতে বিকৃত ছবি প্রচার
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ AM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের গুজব
নভেম্বর ১১, ২০২৩ ১০:২৬ AM
ফেসবুক ব্যবহার করতে মাসে ১২০০ টাকা ফি দেয়ার দাবিটি বিভ্রান্তিকর
ফেব্রুয়ারী ২৬, ২০২৩ ১২:৩৮ PM
খসড়া নীতিমালায় নেই ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ!
এপ্রিল ১৮, ২০২২ ০৫:২৪ AM
বাংলাদেশ সরকার পরিচালিত সেবা নম্বর ও সুবিধাসমূহ
মার্চ ২৮, ২০২২ ০৫:৫১ AM
ওয়ার্কপ্লেস বুলিং বা কর্মক্ষেত্রে হয়রানি কি?
মার্চ ২৭, ২০২২ ১১:২৮ AM